ইসরায়েলের রাজধানী তেল আবিবে এক ঝাঁক কামিকাজে ড্রোন আঘাত হেনেছে। এরপরই আগুন ছড়িয়ে পড়েছে শহরটিতে। এসম𝓰য় শহরজুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ড্রোন হামলার এ ঘটনা ঘটে। এসময় ইꦗসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চালু করা হয়। ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল।
এক প্রতিবেদনে 🍬এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেসটিভি। ওই প্রতিবেদনে আগুন লাগার একটি ভিডিও শেয়ার করেছে গণমাধ্যমটি।
এই ঘটনার পর উচ্চ মাত্রার সতর্কতা জারি করেছ♕ে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার পরই যুদ্ধ বিমান, হেলিকপ্টার মহড়াও বাড়িয়েছে ইসরায়েল। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ꧂আশ্রয়ে থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ🉐দিকে কামিকাজে ড্রোন হামলা কে বা কারা করেছে এখন পর্যন🔜্ত কেউ দায় স্বীকার করেনি।
এর আগে বুধবার ইসরায়েলের কৌ✤শলগত স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী।