নীনা হামিদ। লোকসংগীতের কিংবদন্তিতুল্য শিল্পী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এখন বসবাস করছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় হঠাৎ এই শিল্পীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বাংলাদেশের তিনজন সুপরিচিত সংগীতশিল্পীও নীনা হামিদ মারা গেছেন, ফেস🌞বুকে এমন পোস্ট ভাইরাল হয়। তবে যুক্তরাষ্ট্রে নীনা হামিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তিনি ভালো আছেন।
এই নিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী বলেন, ‘হঠাৎ করে নীনা হামিদ চাচির মৃ⛦ত্যুর গুজব শুনি। এরপর তাঁর ছেলের সঙ্গে কথা বলি। বাবলা (সুমন মাহমুদ) ভাই আমাকে জানিয়েছেন, চাচি ভালো আছেন। কেউ যেন কোনো গুজব না ছড়ায়। সবাই💛 চাচি ও তার পরিবারের জন্য দোয়া করবেন।’ মঙ্গলবার রাতে শিল্পীর ছেলে সুমন মাহমুদ সংবাদমাধ্যেমে বলেন, ‘আম্মা ভালো আছেন। আমিও দেখলাম, কে যেন ফেসবুকে আম্মার মৃত্যুর খবর নিয়ে পোস্ট দিয়েছে। এটা পুরোপুরি গুজব।’
নীনা হামিদ ‘আমার সোনার ময়না পাখি’, ‘যে জন প্রেমের ভাব জানে না’ গানের জন্য নীনা হামিদ শ্রোতাদের কাছে সুপরিচিত। লোকসংগীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত করে। সম্প্রতি এই শিল্পীকে নিউইয়র্কে লোকগানের 💫একটি উৎসবের উদ্বোধক হিসেবে দেখা গেছে। তারও আগে চ্যানেল আই বরেণ্য এই সংগীতশিল্পীকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সম্মানিত করে।
সংগীতশিল্পী নীনা হামিদ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জ♒ন্মগ্রহণ করেন। তার স্বামীর নাম এম এ আহাদ। এই সংগীতশিল্পীর বাবা আবু মোহাম্মদ আবদুল্লাহ খান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। ভাইবোনদের মধ্যে নীনা ছিলেন সবার ছোট। তাঁর🐻 বড় ভাই মোজাম্মেল হোসেন এবং বড় দুই বোন রাহিজা খানম ঝুনু ও রাশিদা চৌধুরী রুনু। নীনাদের পৈতৃক বাড়ি মানিকগঞ্জ জেলার নওদা গ্রামে।