ইংল্যান্ড ক্রিকেট দল চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে 🌃যাবে। সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্ꦛযান্ড ক্রিকেট বোর্ড। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাফার চৌহান। সেই সঙ্গে তিন মাস পর জাতীয় দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার ও অধিনায়ক জস বাটলার।
ওয়েস্ট ইন্ডিজ ও যু♏ক্তরাষ্ট্রে বসা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। এরপর থেকেই চোটের কারণে জাতীয় দলের বাইরে এই উইকেটরক্ষক ব্যাটার। এই সময়ে তিনি মিস করেছেন অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে বাটলারেরর জন্য স্বস্তির খবর, চোট থেকে সেরে উঠেছেন তিনি।
এদিকে ইংল্যান্ড জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া জাফার ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে দারুণ খেলেছেন। যার পুরস্কার হিসেবে জাতীয় দলের সুযোগ পেলেন তিনি। ভাইটালি ব্রাস্টে ১৫.৫২ গড়ে ১৭ উইকেট শিকার করেছেন জাফার। এর মধ্যে ডারহামের বিপক্ষে মাত্র ১৪ রান🐓 দিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। যা ইয়র্কশায়ারের টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগার।
এছাড়াও ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন ড্যান মুজলি ও জন টার্নার। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে ছিলেন এই দুই ক্রিকেটার। কিন্তু অজিꦉদের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাননি তারা।
আগামী ৩১ অক্টোবর প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে ক্যারিবিয়ান সফর শুরু হবে ই♍ংল্যান্ডের। এরপর ২ ও ৬ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে বাটলাররা।
৯ নভেম্বর শুরু হবে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ। একদিন প🀅র দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।🌃 প্রথম দুই ওয়ানডের ভেন্যু বার্বাডোজ। সিরিজের তৃতীয় ওয়ানডে ১৪ নভেম্বর, এরপর ১৬ ও ১৭ তারিখ হবে চতুর্থ ও পঞ্চম ম্যাচ।
ইংল্যান্ডের স্কোয়াড :☂ জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, জাফার চৌহান, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মুজলি, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, রিচ টপলি ও জন টার্নার।