• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাঠে নামতেই রেকর্ড ব্রাজিলিয়ান তারকা এন্দ্রিকের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০২:২৫ পিএম
মাঠে নামতেই রেকর্ড ব্রাজিলিয়ান তারকা এন্দ্রিকের
এন্দ্রিক ফেরেইরা। ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের লিগ পর্বে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে লিল। এদিন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে রিয়ালের শুরুর একাদশের খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েনꦺ এন্দ্রিক। এই সময়ে তার বয়স ছিল ১৮ বছর ৭৩ দিন।

এন্দ্রিক ভেঙে দেন স্প্যানিশ ক্লাবটির কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্♏ড। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ১৮ বছর ৭৮ দিন বয়সে নেম♚ে আগের রেকর্ড গড়েছিলেন এই স্প্যানিয়ার্ড।

কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলতে নেমে 🧸রেকর্ড গড়লেও মাঠের পারফরম্যান্সে খুব একটা সুবিধা করতে পারেননি এন্দ্রিক। ম্যাচ শেষে মুভিস্টারকে তিনি বলেছেন, ‘আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলছি। শুরু থেকে খেলা কঠিন হলেও আমার জন্য ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এ জন্য ভালো লাগছে। তবে হারের জন্য নয়।’

লিলের মতো তুলনামূলক𓃲 খর্বশক্তির দলের বিপক্ষে হার মানতে পারছেন না কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়ালের কোচ বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা এমন কিছু (হার) দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শ𒀰েষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

আনচেলত্তি ভালো খেলতে না পারার দায় স্বীকার করে বলেছেন, ‘(গত) রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজু🔴হাত না খুঁজি। কারণ, আমাদের উন্নতি করতে হবে।’

Link copied!