ঢাকা ও নয়াদিল্লিতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশের কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদ𒉰ূত আগামী ৯ ডিসেম্বর সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্♓মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্๊লোম্যাসি উ🐻ইংয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এ ঘোষণা দেন।
রফিকুল আলম বলেন, অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট, এলডিসি পরবর্তী জেনারেলাইজড স্🐬কিম প্লাস 𒆙(জিএসপি+) সুবিধা এবং বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিসহ বিস্তৃত পরিসরে আলোচনার অনন্য সুযোগ হবে এটি।
২০০১ সাল থেকে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) শুল্কমুক্ত, কোটামুক্ত বাজার সুবিধা প্রদানের মাধ্যমে এভরিথিং বাট আর্মস (ইব🀅িএ) উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ইইউ’র বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছে।
আসন্ন সংলাপের লক্ষ্য থাকবে বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের ফলে অব্যඣাহত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার পথ নির্ধারণ করা।
এবারই প্রথম ইইউভুক্ত ২৭টি দেশের রাষ্ট্রদূ🌸ত বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথসভা আহ্বান করেছেন। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়🤪, সম্পর্ক গভীর করার বিষয়ে তাদের সম্মিলিত অঙ্গীকারের ইঙ্গিত দিয়েছেন।
বর্তমানে, সাতজন ইইউ রাষ্ট্💛রদূত ঢাকায় 🅘অবস্থান করছেন, বাকি ২০ জন নতুন দিল্লি থেকে কাজ করছেন।
এই বৈঠককে বাংলাদেশের প্রতি ইইউর জোর সমর্থনের ইঙ্গিত এবং বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে ℱউচ্চ পর্যায়ের সহযোগ♔িতা জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : বাসস