• ঢাকা
  • বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আমরা চাই বিশ্বকাপটা মনে রাখার মতো হোক: জ্যোতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০৮:৪৬ পিএম
আমরা চাই বিশ্বকাপটা মনে রাখার মতো হোক: জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক পট-পরিবর্তনের কারণে সেটা বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্তꦰ আরব আমিরাতে নেওয়া হয়। সেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ম্যাচ শুরু বিকেল ৪টায়। টানা চার আসরের জ🙈য়খরা কাটানোর লক্ষ্য অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।

বুধবার জ্যোতি বলেন, ‘আমি বলব যে পুরো দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে, আমরা যতগুলো বিশ্বকাপ খেলেছি; ২০১৪ ছাড়া বলার মতো তেমন বলার কিছু👍 করতে পারিনি। আমরা চাই যেন এই বিশ্বকাপটা মনে রাখার মতো হয়।’

আগের চার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখালেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা খুবই হতাশাজনক (কোনো জয় না পাওয়া)। কিন্তু আম൩ি বিশ্বাস কর𒐪ি এই দুঃখ এবার ঘোচাতেই চাই। যেন আমাদের এই দুঃখ আর না থাকে। শুরুটা করতে চাই আগামীকালকের ম্যাচ দিয়েই।’

সবশেষ প্রস্তুতি☂ ম্যাচে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস জ্যোতি কাজে লাগাতে চান বিশ্বকাপের মূল ম্যাচে, ‘আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্মআপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে, সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর এনার্জি বা ম্যাচ জেতার ক্ষুধা আছে, প্রত্যেকটা খেলোয়াড় একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে।’

পাকিস্তান ম্যাচের পর দল বর্তমানে ভালো অবস্থায় আছে বলেও মত জ্যোতির, ‘ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। সেইসঙ্গে অনেক ভালো ব্যাক-আপ দিয়েছে বোলাররা। সো ফার সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি দল একটা ভালো অবস্থায় 🦩আছে। আমরা জয়ের জন্যই খেলব।’

প্রসঙ্গত, ২০১৪ সালের বিশ্বকাপে🎀 ♔টাইগ্রেসরা ৪ ম্যাচে একটি (প্রতিপক্ষ আয়ারল্যান্ড) জয় পায়। এরপর ২০১৬,  ২০১৮, ২০২০ ও ২০২২ সালের আসরে খালি হাতে ফেরে লাল-সবুজের মেয়েরা।

এবারের আসরের ফাইনাল ২০ অক্ট𓂃োবর। দুবাই এব▨ং শারজাহ স্টেডিয়ামেই হবে ২৩টি ম্যাচ।

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ‘বি গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইং🍸ল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

Link copied!