লিওনেল 🎉মেসির সাবেক দল স্পেনের বার্সেলোনা চলতি চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের মোনাকোর কাছে হেরে গিয়েছিল। তবে পাঁচ বারের শিরোপা জয়ী বার্সা দ্বিতীয় ম্যাচেই স্বরূপে আবির্ভূত হয়েছে।
মঙ্গলবার রাতের ম্য💜াচে তারকাসমৃদ্ধ দল বার্সা ৫-০ গোলের বিরাট ব্যবধানে সুইজারল্যান্ডের ইয়ং বয়েজ ক্লাবকে হারিয়ে দিয়েছে। ম্যাচের ৮ মিনিটের সময় গোলের শুরুটা করেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানদস্কি। দলের হয়ে আরও একটি গোল করেন তিনি। রাফিনহো ও মার্টিনেজ একটি করে গোল করেন। পঞ্চম গোলটি আসে আত্মঘাতী থেকে।
ম্যাচের শেষ দিকে ইয়ং বয়েজ একটি গোল করলেও অফসাইডের ♐কারণে সেটাকে বাতিল করে দেন রেফার🍷ি।
ফলে শেষ পর্যন্ত বড় জয় ন𒈔িয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাবটি।