ফ্যাসিবাদ ও গণহত্যার সঙ্গে জড়িতরা বাদে সবাই বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ‘আসতে’ পারবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “সরকারের গঠনমূলক সমালোচনাকারীদের জন্য বাংলাদেশ টেলিভিশনের (বꦇিটিভি) দরজা খোলা থাকবে এবং বিটিভিতে সরকারের যৌক্তিক সমালোচনা করা যাব🦩ে। বিটিভি জনগণের মিডিয়া হিসাবে প্রতিষ্ঠিত হবে।”
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ টেলিভিশনের♈ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি♎ এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “সরকারকে স🧔ন্তুষ্ট করা বিটিভির কাজ হতে পারে না। জনগণকে সন্তুষ্ট করাই বিটিভ🐻ির প্রধান কাজ। বিটিভিকে বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। বেসরকারি টিভি চ্যানেলের চেয়ে উন্নত কনটেন্ট তৈরি করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের কাজ করতে হবে।”
বিগত সরকারের আমলে বিটিভির𒁃 ভূমিকা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “বিটিভি ফ্যাসিবাদী সরকারের প্রচারে ব্যস্ত ছিল। এই নীতি থেকে বের হতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করে বিটিভিতে অনুষ্ঠান তৈরি করতে হবে। জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও নতুন কুঁড়ির মতো সাড়াজাগানো সৃজনশীল অনুষ্ঠান নির্মাণ করতে হবে।”
এসময় বিটিভির ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও স্টুডিও দ্রুত সংস্কার করার আশ্বাস দেন নাহিদ ইসলাম এব𝔉ং বিটিভির সার্বিক উন্নয়নে সংস্কার প্রস্তাব প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তারা বিটিভির সা🀅ংগঠনিক কাঠামো সংস্কার, শ♈িল্পী সম্মানি বৃদ্ধি, পুড়ে যাওয়া অবকাঠামো সংস্কারসহ বিদ্যমান বিভিন্ন সমস্যার বিষয় উপস্থাপন করেন।
সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন ও অর্থ✅) সাঈদ-উর-রহমান, উপমহাপরিচালক (অনুষ্ঠান) ড. সৈয়দা তাসমিনা আহমেদ, প্রধান প্রকৌশলী মো. মাস🔥ুদ ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।