• ঢাকা
  • রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ১৩ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাটন মোতি পোলাও রান্নার রেসেপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ১১:৫৩ এএম
মাটন মোতি পোলাও রান্নার রেসেপি
ছবি: সংগৃহীত

খাসি๊র নানান পদের মধ্যে অন্যতম পদ মাটন মোতি পোলাও। খাসির মাংস আর♛ চিনিগুঁড়া চালের মিশ্রণে তৈরি এই পদের রেসিপি দেখে নিন-

যা যা লাগবে

  • খাসির মাংসের কিমা- ৫০০ গ্রাম
  • চিনিগুঁড়া চাল ৫০০ গ্রাম
  • আদা ও রসুনবাটা  ৫ চা–চামচ
  • কাঁচা মরিচবাটা ১ চা–চামচ
  • ধনেপাতাকুচি ১ চা–চামচ
  • এলাচ ৫টি
  • দারুচিনি ২ টুকরা
  • তেজপাতা ৪টি
  • ডিমের কুসুম ১টিগুঁড়া 
  • দুধ আধা কাপ
  • পেঁয়াজ বেরেস্তা
  • আধা কাপ
  • কাঁচা মরিচ ৬টি
  • ঘি ২ টেবিল চামচ
  • তেল,বেসন ও লবণ প্রয়োজনমতো

যেভাবে বানাবেন
প্রথমে একটি বোলে খাসির মাংসের কিমা,  ৩ চা–চামচ আদা ও রসুনবাটা, ১ চা–চামচ কাঁচা মরিচবাটা, ১ চা–চামচ ধনেপাতাকুচি, ডিমের কুসুম, সামান্য বেসন ও প্রয়োজনমতো লবণ ভালোভাবে মেখে ছোট ছোট বলের আকারে গড়ে সামান্য তেল মাখিয়ে ফ্রিজে ১০ মিনিটের জন্য রেখে দিন। ১০ মিনিট পর ফ্রাই প্যানে তেল দিয়ে হালকা সোনালি রং করে ভেজে ত♛ুলে রাখুন।

এবার চাল ধুয়ে পানি ঝর꧑িয়ে নিন। সসপ্যানে তেল গরম করে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে তারপর চাল ঢেলে নাড়ুন। ২ চা–চামচ আদা–রসুনবাটা ও লবণ নিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো গরম পানি দিন। পানির মাপ হবে ১ কাপ চাল স♈মান ২ কাপ পানি। সামান্য পানিতে গুঁড়া দুধ গুলে চালের মধ্যে দিয়ে নেড়ে নিন। এবার ঢাকনা দিয়ে রাখুন। চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে আলতোভাবে নেড়ে ভেজে রাখা খাসির মাংসের মোতি, ঘি ও পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে পাঁচ মিনিট দমে রাখুন। চাইলে কেউ কাজু বাদামও দিতে পারেন। নামিয়ে পরিবেশন করুন মাটন মোতি পোলাও।

Link copied!