ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের উদ্ধꦍার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে꧙ চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১𝄹১টার দিকে উ🤡পজেলার ফুলসুতি ইউনিয়নের শলিথা গ্রামে এ ঘটনা ঘটে ।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় স্থানীয় এনায়েত হোসেনের বসতবাড়িসহ বেশ কয়েক﷽টি বাড়ি ঘরে ꧟হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
স্থানীয়রা জা🍸নান, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারের সূত্র ধরেই স্থানীয় সাবেক ইউপি সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে তার দলবল নিয়ে শলিথা গ্রামের এনায়েত হোসেনের বাড়িসহ প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালায়। পরে শুরু হয় দুই গ্রুপের তুমুল সংঘর্ষ। এতে দুই পক🌳্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
হামলার শিকার এনায়েত হোসেনের স্ত্রী ওহিদা আক্তার বলেন, “সকালে রবিউল 🌺মেম্বারের নেতৃত্বে ত🃏ার দলবল আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আমাদের ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তারা আমাদের মারধর করে।”
এ দিকে রবিউল মেম্বার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের কোনো লোক তাদের বাড়িতে হামলা চালায়নি, বরং তারাই আমাদের দলের লোকজনের ওপর আগে হামলা চালিয়েছে। আমাদꦚের অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর♌্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্💎ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।