• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বুয়েট শিক্ষার্থী নিহত : ৩ আসামির দুই দিনের রিমান্ড


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ১২:৫২ পিএম
বুয়েট শিক্ষার্থী নিহত : ৩ আসামির দুই দিনের রিমান্ড
আদালত প্রাঙ্গণে আসামিরা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মোহতাসি💖ম মাসুদ নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মোহসীনের আদালত শুনানি শে☂ষে এ আদেশ ꦐদেন।

এদিন আদালতে জাম☂িন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন বলে জানান নারায়ণগঞ🍰্জ আদালত পুলিশের ইনচার্জ পরিদর্শক কাইউম খান।

গ্রেপ্তার আসামিরা হলেন মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)। শনিবার (২১ ডিসেম্🃏বর) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ। রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাস𒈔ান বাদী হয়ে এই মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে মাদক সেবন ও বহনের অভিযোগ আনা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন♔্য ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে শুক্রবার ডোপ টেস্টের পর জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান জানান, মুবিনের শরীরে অ্যালকোহল ও গাঁজা, মিরাজℱুলের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে। তবে আসিফ চৌধুরীর শরীরে মাদকজাতীয় কিছু পাওয়া যায়নি।

মাদক মামলায় পুলিশ বলেছে, ঘটনার পর প্রাইভেট কারটি তল্লাশি করে একটি বিদেশি মদের খালি বোতল ও এক ক🧔্যান বিয়ার পাওয়া গেছে।

ন🐻িয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে শুক্রবার রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে তিনজনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা ♈মাসুদ মিয়া।

শুক্রবার র⛎াত আনুমানিক ৩টার দিকে পূর্বাচল উপশহরের নীলা মার্কেটের সামনে ৩০০ ফুট সড়কে (কুড়িল-কাঞ্চন) পুলিশের তল্লাশিচৌকিতে দাঁড়ানো অবস্থায় মোটরসাইকেলটিকꦕে প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ।

এতে গুরুতর আহত হন ౠতার দুই🅘 সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা।

Link copied!
JeetBuzz
৳1,077 Slot & Fishing Bonus
18+ | Play Responsibly | gamblingtherapy.org | T&Cs Apply
  • Industry-leading odds and gameplay
  • 24/7 professional customer service team
  • Diverse and rich promotional bonuses
Show More
Jeetbuzz - Where Bangladesh Bets and Wins! As the trusted and internationally recognized betting platform, we combine legal integrity with a thrilling variety of casino games to deliver the ultimate gaming experience for cricket enthusiasts. Join us for secure bets, unbeatable offers, and top-notch customer service that sets us apart