• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৬ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গরমে ঘর ঠান্ডা রাখবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৪, ০৮:০৩ পিএম
গরমে ঘর ঠান্ডা রাখবেন যেভাবে
ছবিঃ সংগৃহীত

অল্প কয়দিন বাকি বৈশাখ মাসের। যতদিন আগাচ্ছে রোদের ♌তাপ তত বাড়ছে। রোদের তাপে উতপ্ত হয়ে উঠে বাড়িঘর। বিশেষ করে দুপুরের দিকে বাড়িতে থাকাই দায় হয়ে উঠে। তাই গরমে ঘর ঠান্ডা রাখতে হবে। চলুন জেনে নেই গরমে ঘর ঠান্ডা রাখার উপায়-

  • দুপুরের দিকে ঘরের পর্দা টেনে রাখুন। এতে ঘর ঠান্ডা থাকবে।
  • ঘরের জানলায় ভারী পর্দা ব্যবহার করুন। পাতলা পর্দা পরিহার করুন। এতে ঘর ঠান্ডা থাকবে। দুপুর থেকেই বাড়ির জানলা বন্ধ করে দেবেন। না হলে রোদ ঢুকে ঘর বেশি উত্তপ্ত হয়ে উঠবে।
  • সিলিং ফ্যান পরিষ্কার রাখুন। অনেক সময়ে ফ্যান অপরিষ্কার থাকলে বাতাস পাওয়া যায় না। তেমন হলে দেখে ফ্যানে ধুলো-ময়লা জমে আছে কি না, তা এক বার যাচাই করে নিন।
  • অনেক সময় ফ্যানের বাতাস উত্তপ্ত হয়ে উঠে তাই টেবিল ফ্যানের সামনে বরফ রাখুন। এতে বাতাস ঠান্ডা লাগবে।
  • বিকেলের পর থেকে বাইরের তাপমাত্রা কমতে থাকে। তখন জানালা-দরজা খুলে রাখুন। ঘরে হাওয়া-বাতাস খেলতে দিন। একটু পরে এমনিতেই ঘর ঠান্ডা হয়ে আসবে।
  • বাথরুম ও রান্নাঘরের এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে ভিতরের গুমোট, গরম বাতাস বেরিয়ে যাবে। ঘর ঠাণ্ডা থাকবে।
  • ঘরে তীব্র আলো জ্বালিয়ে রাখলে গরম বাড়বে। তাই এ সময় খুব প্রয়োজন না হলে ঘরে তীব্র আলো জ্বালাবেন না।
  • বাড়িতে গাছ রাখলে বাড়ির মধ্যে অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকে এবং বাড়ির ঘরদোরও ঠান্ডা থাকবে। তাই গরমে অন্দরসজ্জায় গাছ ব্যবহার করতে পারেন।।
Link copied!