• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৬ হাজার বস্তা চাল নিয়ে মোংলায় জাহাজডুবি


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ০৮:৫৭ এএম
৬ হাজার বস্তা চাল নিয়ে মোংলায় জাহাজডুবি

বাগেরহাটের মোংলা উপজেলার পশুর ও মোংলা নদীর মোহনায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি সাফিয়া নামের একটি চালবাহী বাল্কহেড জাহাজ ডুবে গেছে। সোমবার (১ এপ্রিল) সকাল থেকে ওই ডুবন্ত জাহাজ থেকে চꦚাল অপসারণের কাজ শুরু হয়েছে।

এর আগে রোববার (৩১ মার্চ) দুপুরে ৬ হাজার ব💛স্তা💛 চাল নিয়ে জাহাজটি ডুবে যায়।

ডুবে যাওয়া এমভি সাফিয়া বাল্কহেডে করে ༒ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য সরকারি চাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। তবে নৌযানডুবির ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি।

এদিকে পশুর ও মোংলা নদীর ত্রিমোহন💎ায় বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া এমভি শাহজাদা-৬ নামের কার্গো জাহাজটিকে রোববার সন্ধ্যায় জব্দ 𒁃করেছে নৌ পুলিশ।

মোংলা নৌ পুলিশের উপপরিদর্শক সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য রোববার সকালে খুলনার সরকারি খাদ্যগুদাম থেকে ১৭৫ মেট্রিক টন চাল নিয়ে মোংলার খাদ্যগুদামের উদ্দেশে যাচ্ছিল এমভি সাফিয়া বাল্কহেডটি। দুপুরের পর মোংলা বন🍬্দরের পশুর নদ ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ওই কার্গো জাহাজটি ধাক্কা দিলে চাল নিয়ে ডুবে যায় বাল্কহেডটি। তবে এ সময় বাল্কহেড🧜ে থাকা পাঁচজনই সাঁতরে তীরে উঠে যান।

Link copied!