• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যান সিটি-লিভারপুল হাই ভোল্টেজ ম্যাচ ড্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ০৬:০৪ এএম
ম্যান সিটি-লিভারপুল হাই ভোল্টেজ ম্যাচ ড্র
ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে সফরকারী লিভারপুলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। 
ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন কেভিন ডি ব্রুইনা ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়🏅েল জেসুস। আর লিভারপুলের হয়ে গোল দুটি করে সমতায় রাখেন দিয়াগো জোতা ও সাদিও মানে। 

রোববার (১০ এপ্রিল) সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই লিভারপুল শিবির অস্থির করে তুলেন ম্যানসিটি। যার ফলে ম্যাচের প্রথম গোল পেয়ে যেতে পারত স্বাগতিকরা। ম্যাচের পঞ্চম মিনিটে ডি ব্রুইনার দুর্দান্ত এ🧸ক পাস জেসুসের পা ঘুরে রাহিম স্টার্লিংয়ের কাছে গেলেও সহজ গোলের চান্স মিস করেন পেপ গার্দিওলার শিষ্যরা। 

কিন্তু পরে গোল পেতে বেশি 🐭সময় নেননি স্বাগতিকরা। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই প্রতিপক্ষের ফাবিনিওকে কাটিয়ে লিভারপুলের জালে প্রথম লিড এনে দেন বেলজিয়ান প্লেমেকার ডি ব্রুইনা। 🔜পিছিয়ে পড়া ইয়ুর্গেন ক্লপের দল ১০ মিনিটও সময় নেয়নি ম্যাচে ফিরতে। স্রোতের বিপরীতে থাকা সফরকারীদের এক শট বিপদমুক্ত করতে পারেননি সিটি। স্কটিশ ফুলব্যাক অ্যান্ডি রবার্টসনের ক্রস দৌড়ে এসে আরনল্ড আলতো ছোঁয়ায় দিলেন পেছনে থাকা দিয়েগো জোতার পায়ে। সেখান থেকেই ম্যাচে সমতায় ফেরে লিভারপুল।

স꧂মতায় ফেরা লিভারপুলকে আরও এক গোল দেয় ম্যানসিটি। ম্যাচের ৩৬ মিনিটে সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস বছরের প্রথম শুরুর একাদশে ফিরেই আস্থার প্রতিদান দেন৷ ফলে ২-১ গোলের লিড 💝নিয়ে বিরতিতে যায় গার্দিওলা।

বিরতির পর মাঠে নেমেই লিভারপুলকে আবারও সমতায় ফেরাল গেনেগাল💞িজ সাদিও মানে। ম্যাচে সিটির হয়ে ফোডেন-স্টার্লিংরা ড্র করে হতাশই করেছেন গার্দিওলাকে। স্টার্লিং অবশ্য ৬৩ মিনিটে লিভারপুলের জালে একবার বল পাঠিয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটা। পরে তাকে বদলে রিয়াদ মাহরেজকে নামিয়েও কোনো লাভ হয়নি। ম্যাচের শেষ মুহূর্তে ডিবক্সের বাইরে থেকে ওই শটটাই নেওয়া ছাড়া তেমন কোনো মুহূর্ত উপহার দিতে পারেননি।

ফলে ম্যান সিটি-লিভারপুল হাই ভোল্টেজ ম্যাচে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। লিগে ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। তবে একই সময়েཧ এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

Link copied!