• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ব্যালন ডি’অর জয়ী হিসেবে যাকে বাছলেন ক্যাপেলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৬:৪৭ পিএম
ব্যালন ডি’অর জয়ী হিসেবে যাকে বাছলেন ক্যাপেলো
ফ্যাবিও ক্যাপেলো। ছবি : সংগৃহীত

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্൲যাদার পুরস🔴্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে ভরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

৫ ট্রফি নিয়ে তারপরই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্র🌠িশ্চিয়ানো রোনালদো। এ দুজনে মিল𓂃ে নিজেদের শোকেসে জমা করেছেন ১৩টি ট্রফি। 

সম্প্রতি শেষ হ🃏য়েছে কোপা-ইউরো টুর্নামেন্ট। ইউরোপ ও লাতিনের বড় দুটি টুর্নামেন্ট শেষে ২০২৪ ব্যালন ডি’অরের হিসেবনিকেশে এসেছে বড় পরিবর্তন। কোপার শিরোপা জেতা ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ গোলডটকমের নির্বাচিত তালিকায় শীর্ষ পাঁচে চলে এসেছেন। অন্যদিকে ইউরোর আগে রেসে থাকা ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে রেস থেকে ছিটকে গেছেন। শীর্ষ তিনে থাকা দু’জনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।

সম্প্রতি ব্যালন ডি’অর প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফ꧒ুটবল সাময়িকী। যেখানেই নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরও আছেন লাউতারো মার্টিনেজ, রদ্রি, এমিলিয়ানো মার্টিনেজ, আরলিং হালান্ড, টনি ক্রুস, 💛লামিন ইয়ামাল, হ্যারি কেন, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।

এদিকে কার হাতে উঠতে পারে ২০২৪ সালের ব্যালন ডি’অর ট্রফি তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে। তখন রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলো ২০২৪ এর ব্যালন ডি’অরজয়ী হিജসেবে বেছে নিয়েছেন ম্যনচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজকে।

সাবেক লস ব্লাঙ্কোস কোচ উল্লেখ করেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সে তিনটি প্রধান প্রতিযোগিতায় খুব ভালো করেছে। প্রতিযোগিতাগুলির মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ 🦋এবং ২০২৪ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ।

ইতালিয়ান গণমাধ্যম কোরিয়েরে ডে🅷লা সেরাতে কথা বলতে গিয়ে তিনি মত প্রকাশ করে বলেন, রদ্রিই ছিল গত মৌসুমের সেরা খেলোয়াড়।

এছাড়া ইতালিয়ান ♋কোচ ওয়ান ফুটবলে বলেছেন, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোতে রদ্রির𓆉 পারফরম্যান্সের জন্য পুরস্কৃত করতাম। সে এই মৌসুমে সেরা ছিল।

সম্প্রতি ডেইলি মিররকে রদ্রি বলেছিলেন, ব্যালন ডি’অরে💎র আলোচনায় থাকাও আমার জন্য গর্বের।

ফ্রান্স ম্যাগাজিন♒ের ৩০ জনের তালিকায় রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বে♛লিংহাম, কিলিয়ান এমবাপ্পে, দানি কারবাহাল, ফেদেরিকো ভালভার্দে, অ্যান্তোনিও রুডিগার ও টনি ক্রুস।

প্রসঙ্গত, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি গত মৌসুমে ১২ গোলের পাশাপাশি সতীর্থদের 🏅দিয়ে করিয়েছেন ১৫ গোল। ম্যান সিটির জার্সি গায়ে প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছেন। জাতীয় দলের জার্সি গায়ে জিতেছেন ইউরো কাপের শিরোপা। ꦇহয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

Link copied!