আগামী আইপিএলের মেগা নিলাম কবে হবে? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা যায়, চলতি বছরের নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে বসবে মেগা নিলামের আসর। নিলামের নিয়মকানুন শীঘ্রই জানিয়🌟🌊ে দেবে বিসিসিআই।
এর আগে আইপিএলে দু’বার মেগা নিলামের আসর বসেছিল। আর তা প্রতি চার বছর অন্তর। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে বসেছিল মেগা নিলামের আসর। বিসিসিআই সূত্রে এবার জানা গেছে, ‘২০🤪২৫ সালের আইপিএলের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরেরꦺ শুরুতে। নিয়ম শীঘ্রই জানিয়ে দেয়া হবে।’ তবে নিলামের চূড়ান্ত দিন এখনও ঠিক হয়নি বলে জানা গেছে।
এবারের নিলামের আগে বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন আনার ব্যাপারে আলোচনা করেছিল লিগ কতৃপক্ষ। দলগুলো কতজন ক্রিকেটার রিটেইন করতে পারবে তা নিয়েও স্পষ্ট কিছু জানায়নি আইপিএল কতৃপক্ষ। মেগা নিলাম দিয়ে দলগুলো নিজের ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। আইপিএলের ড্রাফট কোথায় হব✤ে তা নিয়েও চলছে জল্পনা কল্পনা।
সবশেষ আইপিএജলের নিলাম আয়োজিত হয় দুবাইয়ে। এবারও দেশের বাইরেই আইপিএলের নিলাম আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। দোহা বা আবু-ধাবির মতো শহর আছে বিবেচনার তালিকায়।
তবে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জাꩵনিয়েছে আইপিএলের নিলাম আয়োজনে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। সম্প্রতি সৌদি আরব ক্রীড়াক্ষেত্রে বিপুল বিনিয়োগ শুরু করেছে। এরই অংশ হিসেবে আইপিএলের নিলামের অংশীদার হতে চায় তারা।