• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চ্যাম্পিয়নস লিগ

বেনজেমার হ্যাটট্রিকে সেমিতে এক পা রিয়ালের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৩:০৫ এএম
বেনজেমার হ্যাটট্রিকে সেমিতে এক পা রিয়ালের
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যা🦩ম্পিয়নস ল🐠িগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে চেলসির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

প্রথমার্ধে দুই গোল করার পর বিরতি থেকে  ফিরেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফরাসি এই ফরোয়ার্ড। ✃চেলসির হয়ে ব্যবধান কমানো গোলটি কাই হাভার্টজের।

বুধবার (৬ এপ্রিল) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই সমানে সমান লড়াই কꦦরছিল দুই দল। প্রথমার্ধের ১০তম মি𝕴নিটে বেনজেমার বাড়ানো বল ভিনিসিয়াস জুনিয়র গোলপোস্ট শট নিলেও বারে লেগে বঞ্চিত হন।

এরপর ম্যাচের ১৪তম মিন🌠িটে ডি বক্সের বাইরে প্রতিপক্ষকে ফাউল করলে হলুদ কার্ড পায় রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলতাও। সেখান থেকে সুন্দর এক ফ্রি কিক নেয় চেলস🉐ি। কিন্তু রিয়াল গোলকিপার কর্তোয়ার দৃঢ়তায় গোলবঞ্চিত হয় স্বাগতিকরা। 

এরপর শুরু হয় বেনজেমা ম্যাজিক। ২১তম𓆏 মিনিটে ভিনিসিয়াসের অ্যাসিস্টে দুর্দান্ত এক হেডে দলকে লিড এনে দেন রিয়াল অধিনায়ক। পিছিয়ে পড়ে চেলসি কিছুটা ♊ব্যাকফুটে চলে যায়। যার সুযোগ নিয়ে আবারও দলকে ২-০ গোলের লিড এনে দেন বেনজেমা। ২৪তম মিনিটে চেলসি ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে পড়ে চেলসিও আক্রমণে ধার বাড়ায়। যার ফলও পায় বিরতিতে যাবার আগেই। ম্যাচে✃র ৪০ মিনিটে কাই হাভার্টজ গোল করে ব্যবধান কমান। এরপর আর কোনো দꦿল সুযোগ পেলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। প্রথমার্ধে চেলসির ৮টি টার্গেটের মধ্যে ২ টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের ৭  শটের মধ্যে ৫ টি।

বিরতি থেকে ফিরে ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিক চেলসি শুরুতেই ভুল করে বসে। দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি গোলরক্ষক এদুয়ার্দো মেন্দির ভুল পাসে ফাঁকা পোস্টে বল পেয়ে যান বেনজেমা। সহজেই বল জালে ঠেলে দিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। আগের ম্যাচে পিএসজির বিপক♒্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগেও  করেছিলেন হ্যাটট্রিক। 

এরপর বল দখলে নিজেদের আধিপত্য ধরে রাখলেও রিয়ালের বেলজিয়ান গোলরক্ষকের কাছে পরাস্ত হ🉐ন চেলসির খেলোয়াড়রা। আক্রমণে ধার বাড়াতে টুখেল ৬১তম মিনিটে রোমেলু লুকাকুকꦯে মাঠে নামায়। কিন্তু কাঙ্কিত গোলের দেখা না পেলে ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান ইউরোপিয়ান ও ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় চেলসির বিপক্ষে ষষ্ঠ ম্যাচে খেলতে নেমে প্রথম জয়ের দেখা পায় রিয়াল। ৫১ বছর আগে  ১৯৭১ সালে সর্বপ্রথম ইউর🐈োপিয়ান কাপ উইনার্স কাপ ফাইনালে প্রথম 🍌মুখোমুখি হয়েছিল দুই দল।

ম্যাচে নিজের সাবেক ক্লাবে গিয়ে জয়ের দেখা পেলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ও গোলকিপার থিবো কর্তোয়া। ফিরতি লেগে আগামী ১৩ এপ্রিল রাত ১ টায় রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চেলসিকে আতিথেয়তা দিবে রেকর্ড ১৩ বারের ইউরোপিয়ান চ্ౠযাম্পিয়নরা৷ 

Link copied!