• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিসিবি নির্বাচনে সুজনের প্রতিপক্ষ ফাহিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৩:০৯ পিএম
বিসিবি নির্বাচনে সুজনের প্রতিপক্ষ ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এরই মধ্যে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। এ নির্বাচন সামনে রেখে বড় চমক দেখা ☂যাচ্ছে। এবারের নির্🍰বাচনে অংশ নিচ্ছেন সাকিব-মুশফিকদের কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। 

এবারের নির্বাচনে ফাহিমের প্রতিপক্ষ ব𓂃োর্ড পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটꦛির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিসিবি পরিচালক পদের জন্য মনোনয়নপত্র সংগ্র🐈হ করেন বিকেএসপির কোচ ফাহিম। ক্যাটাগরি-৩ থেকে নির্বাচন করবেন তিনি। এই ক্যাটাগরিতে জাতীয় দলের সাবেক অধি🌌নায়ক, সাবেক ক্রিকেট, বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড, বিকেএসপি, কোয়াব ও আম্পায়ার্স বোর্ডের কাউন্সিলররা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন।

বিসিবিতে মনোয়নপত্র কিনতে এসে ফাহিম বলেন, ‘সত্যি বলতে কি আমি এর আগেও দুবার কাউন্সিলর ছিলাম, বিসিবিতে আসার আগে, যখন বিকেএসপিতে ছিলাম। আগেও সুযোগ হয়েছিল (নির্বাচন করার) তবে আরেকজনের জন্য ত্যাগ স্বীকার করেছিলাম। আমার মনে হয় এত দিন কাজ করার পর আমার ভালো ধারণা আছে বাংলাদেশের ক্রিকেটের জন্য কী করা দরকার। সেটাতে দৃষ্টি রেখেই আমি মিড লেভেল কিছু কা﷽জ করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন ꧙‘সভাপতি কয়েক দিন আগেই বলেছিলেন, তিনি নতুন মুখ দেখতে চান, নতুন ধারণা চিন্তাভাবনা চান। আমি সুযোগ পেলে নতুন ভাবনা নিয়ে আসতে পারব। আমি এলে টেবিলে নতুন কিছু দিত✤ে পারব, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজে লাগবে।’

Link copied!