• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাভুমাকে ফেরালেন মিরাজ, এবাদতের শিকার মহারাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২২, ০৪:০৬ পিএম
বাভুমাকে ফেরালেন মিরাজ, এবাদতের শিকার মহারাজ
ছবি সংগৃহীত

দ্বিতীয় দিনের শুরুতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটারকে তূলে নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিয়েছিলেন পেসার খালেদ আহমেদ। এরপর কেশভ মহারাজকে সঙ্গে নিয়ে টেম্বা বাভুমা ব্যক্তিগত সেঞ্চুরির দিকেই ꧒এগিয়ে যাচ্ছিলেন। তবে পরপর দুই বলে দুই জনকেই সাজঘরে ফিরিয়েছে ম꧅ুমিনুল হকের দল। ৯৩ রান করা বাভুমাকে ফেরালের মিরাজ। আর পেসার এবাদত হোসেন শিকার মহারাজ। 

সপ্তম উইকেট জুটিতে বাভুমা ও মহারাজ🍌 মিলে ৫৩ রান যোগ করেন। 🥀নিজের দ্বিতীয় শিকারে তা ভাঙলেন মিরাজ। মহারাজকে আউট করা এবাদতও নিলেন নিজের দ্বিতীয় উইকেট।

ওভার রেটের হিসেবটা নিজেদের নিয়ন্ত্রণে নিতে টাইগার অধিনায়ক মুমিনুল হক দুই প্রান্তেই পেসারের বদলে, একপ্রান্তে অফস্পিনার মেহেদি✅ হাসান মিরাজকে আক্রমণে আনেন।

আর সেটিই হয়ে গেলো দারুণ কার্যকরী এক সিদ্ধান্ত। কেননা নিজের দ্বি♛তীয় ওভারেই সেট ব্যাটার টেম্বা বাভুমাকে সাজঘরের টিকিট ধরিয়ে দিয়েছেন মেহেদি মিরাজ। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নার্ভাস নাইন্টিতে থামা বাভুমা করলেন ৯৩ রান।

পরের ওভারের প্রথম বলে আরেক সেট ব্যাটার কেশভ মহারাজকেও প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়ে টাইগার শিবিরে স𒐪্বস্তির সুবাতাস বইয়ে দিয়েছেন ডানহাতি পেসার এবাদত হোসেন। যার সুবাদে এখন জেগেছে অল্পের মধ্যেই স্বাগতিকদের অলআউট করার সম্ভাবনা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের প্রথম স♓েশন শেষে ১০৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ৩১৪ রান। ব্যাট হাতে সাইমন হার্মার ৬ ও লিজাড উইলিয়ামস ৬ রানে ব্যাট করছেন। 

Link copied!