• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইনজুরির কারণে পরের ম্যাচেও নেই মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৭:০৫ পিএম
ইনজুরির কারণে পরের ম্যাচেও নেই মেসি

ইনজুরির কারণে পিএসজির হয়ে পরের ম্যাচেও মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির। হাঁটুর ইনজুরিতে ভুগছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই পরের ম্যাচে দলের একাদশে থജাকা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফিরবেন বলে আশা করা হচ্ছে। 

পিএসজির পক্ষ থেকে জানিয়েছে, "হাঁটুর ইনজুরির কারণে শনিবার (২৫ সেপ্টেম্বর) মনপেল🔯িয়ার বিপক্ষে ম্যাচে দলের সাইড বেঞ্চে থাকতে হবে মেসিকে।" 

তবে ফিরে আসার জন্য কাজ শুরু করে দিয়েছে মেসি জানিয়ে পিএসজি জানায়, মেসি আবার দৌড় শুরু করেছে। আমরা মেসির বিষয়ে আগামী রোববার (২৬ সেপ্টেম্বর) তথ্য জানাতে পারব। তবে আমরা আশা করছি, মঙ্গলবার (﷽২৮ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফিরবে মেসি।" 

গত সপ্তাহে লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটে মেসিকে তুলে ন⭕েয় কোচ মরিচিও পচেত্তিন♔ো। সে ম্যাচে নেইমার ও ইকার্দির গোলে ২-১ এ জয় পায় পিএসজি। 

লিগ ওয়ানে মেটজের বিপক্ষেও ইনজুরির কারণে মাঠে নামা হয়নি ছয় বারের ব্যালন ডি'অর জয়ীর। 

স্প্যানিশ জ♛ায়ান্ট বার্সেলোনা থ𝔍েকে প্যারিসের ক্লাবে আসার পরে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছেন মেসি। 

চলতি মৌসুমে লিগ ওয়ানে আট ম্যাচ খেলে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে প্যা෴রিসের জায়ান্টরা। 

ম🗹েসি ছাড়াও মা🅺র্কো ভেরাত্তি ও সার্জিও রামোস ইনজুরিতে রয়েছেন।

Link copied!