• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আগামী ৩ বছরের বিপিএলের সূচি চূড়ান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ০৭:৪৩ পিএম
আগামী ৩ বছরের বিপিএলের সূচি চূড়ান্ত
ছবি- সংগৃহীত

দেশের সবচ🔥েয়ে বড় ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপ✤িএল) আগামী ৩ বছরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৭ জুলাই) মিরপুর🍬ে বিসিবির কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় বিপিএল শুরুর এবং শেষের তারিখ নির্ধারণ করেছে।

সভা শেষে বিসিবি সভাপ🧸তি নাজমুল হাসান পাপন𝓡 সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনিꦗ বলেন, “আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে꧋ ৩ বছরের জন্য দল দেব।”

সূচি অনুযায়ী, বিপিএলের আগামী আসর মাঠে গড়াবে ২০২৩ সালের ৫ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের 🧸বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি, শেষ হবে ১১ ফেব্রুয়ারি।

বিপিএলে প্রতি আসরে ৬ টি দল অংশ নিলেও আগামী তিন বছরের প্রতিটি আসরেই অংশ নেবে ৭টি করে ফ্রাঞ্চাইজি। এ🍷জন্য দিনক্ষণ চূড়ান্ত করে ফ্রাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেবে বিসিবি।

এই বিষয়ে পাপন বলেন, ‘এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহ🐟ের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে। সব যে আগের মতো থাকবে তা না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিস্কার করেই বিজ্ঞাপন দেব। টার্মস ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’

দলগুলো কারা পাচ্ছে, সেꦑ বিষয়ে তিনি বলেন, ‘পুরোনোꦡ দলগুলো না এলেও বেশিরভাগ পুরোনো দল গুলো আসবে। না আসার কোনো কারণ নেই। ইম্পাইং অন জেমকন, বেক্সিমকো, বসুন্ধারা।’

Link copied!