• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ২৪ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


১০০০ গোল না হওয়া পর্যন্ত খেলবেন রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০২:৪৪ পিএম
১০০০ গোল না হওয়া পর্যন্ত খেলবেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

পর্তুগালের বিশ্ব ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় গোল সংখ্যা এখন ৮৯৯টি। আর মাত্র এক গোল হলেই সংখ্যাটি হবে ৯০০। আপাতদৃষ্টিতে এই লক্ষ্য নিয়েই খেলতে নামবেন তিনি। তবে এখানেই থেমে যেতে চান না এই মহাতারকা। সংখ্যাকে ১০০০ তে নিতে চান আল নাসর ত♑ারকা।

নিজের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে এই ইচ্ছে প্রকাশ করেন রোনালদো। সাক্ষাৎকারটি নিয়েছেন সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্💟ড।

৩৯ বছর বয়সী রোনালদো বলেন, ‘আমি ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছতে চাই। যদি আমার কোনো ইনজুরি না থাকে। কারণ এটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ (বিষ🥀য়)। আমি চাই যে, আমার জন্য ফুটবলে সেরা মাইলফলক হলো প্র𒁃থমে ৯০০ গোল করা। আমার চ্যালেঞ্জ হলো ১০০০ গোল করা।’

ম্যানইউয়ে রোনালদোর সতীর্থ ছিলেন ফার্দিনান্ড। সৌদিতে কিভাবে মানিয়ে নিলেন, সেই প্রশ্নের জবা𝄹বে রোনালদো জানিয়েছেন, ‘কোনো দেশই নিখুঁত নয়। তাই আমার জন্য মানিয়ে নেওয়ার ব্যাপারটা সহজ ছিল। আমি সত্যিই সেখানে থাকতে ভালোবাসি। আমার মতে, লিগ (প্রো লিগ) খুব খুব ভালো।’

ইউরো চ্যাম্পিয়নশিপে স্লোভেনিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করে কান্নায় ভেঙে পড়েছি♑লেন রোনালদো। সে সময় তার কান্নার ভিডিও ভাইরাল হয়ে যায়। রোনালদোর মতো অভিজ্ঞ ও ত꧂ারকা ফুটবলারকে এভাবে কান্না করতে দেখে অনেকেই সমালোচনা করেছেন।

সে প্রসঙ্গে রোনালদো বলেন, ‘‘আপনি যা করছেন তার প্রতি আবেগ থাকলে, আপনি কেমন অনুভব করছেন তা নিয়ে আপনি চিন্তিত হতে পারবেন না। আমি ব্যর্থ হয়েছি। কারণ আমি ১১ বছর বয়স থেকে নিজের উপর চাপ ত🌄ৈরি করেছি। আমি সবসময় এভাবে ভাবি যে, ‘ক্রিশ্চিয়ানো, তুমি বিশ্বের সেরা খেলোয়াড়’। কিন্তু যখন আমি পেনাল্টি মিস🌞 করি, তখন আমার ভক্ত ও পরিবারের মতো আমারও খারাপ লাগে। লোকেরা কী বলবে তার জন্য এমনটি করি না।’’

Link copied!