• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জুভেন্তাস থেকে ৯৮ লাখ ইউরো পাচ্ছেন রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪, ০২:৫৯ পিএম
জুভেন্তাস থেকে ৯৮ লাখ ইউরো পাচ্ছেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

পর্তুগালের বিশ্বনন্দিত ফুটবল তারকা ক্রিশ্চিয়ান✤ো রোনালদো দাবি করেছিলেন ১ কোটি ৯৫ লাখ ইউরো। কিন্তু ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) নির্দেশে প্রায় ৯৮ লাখ ইউর꧑োই পাচ্ছেন তিনি।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলা এই ফরোয়ার্ড ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত খেলেছেন জুভেন্তাস। করোনা ভাইরাস মহামারীর কারণে  কয়েকজন ফুটবলারের কাছে বেতনের কিছু অংশ বকেয়া ও ♋কেটে রাখার অনুরোধ করেছিল তারা। রোনালদোও তাতে সম্মতি প্রকাশ করেন। কিন্তু পরে আর বকেয়া পারিশ্রমিক পাননি পর্তুগিজ ফরোয়ার্ড। যার ফলে এফআইজিসির কাছে এনিয়ে অভিযোগ করেন তিনি।

এফআইজিসির সালিশি বোর্ডের দেওয়া রায়ে, রোনালদো পুরো অর্থ না পেলেও সুদসহ অর্ধেকটা পাবেন। সেই রায় পর্যালোচনা করছে জুভেন্তাস। এক বিবৃতিতে তারা জানায়, ‍‍`২০২০/২১ স্পোর্টিং মৌসুমে রোনালদোর বেতন হ্রাস সম্পর্কিত চুক্তির বৈধতা নিশ্চিত করেছে সালিশি বোর্ড। রোনালদোর দাবি করা অর্থ আংশিকভাবে মঞ্জুর করেছে তারা। আলোচনার ব্যর্থতার ফলে প্রাক𒉰-চুক্তিগত দায় থাকায় রোনালদোকে ৯৮ লাখ ইউরো প্রদানের আদেশ দেওয়া হয় জুভেন্তাসকে। লিগ্যাল কাউন্সিলের সহায়তায় সালিশির বোর্ডের এই রায় পর্যালোনা করছে কোম্পানি।’

২০১৮ সালের ൲আগস্টে রিয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দেন রোনালদো। ক্লাবটির হয়ে দুটি সিরি আ, সুপার কাপ ও একটি ইতালিয়ান কাপ জেতেন তিনি।

Link copied!