• ঢাকা
  • সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১, ২৭ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


১৭২ রানেই শেষ পাকিস্তান, জিততে বাংলাদেশের দরকার ১৮৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৩:১৮ পিএম
১৭২ রানেই শেষ পাকিস্তান, জিততে বাংলাদেশের দরকার ১৮৫
নাহিদ রানার উইকেট লাভের পর তাকে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও হা♔সান মাহমুদের তোপের মুখে সোমবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পাকিস্তান মাত্র ১৭২ রানে অলআউট হয়ে যায়। জয় পেয়ে♔ বাংলাদেশকে করতে হবে ১৮৫ রান। সেটা সম্ভব হলে বাংলাদেশ ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করবে পাকিস্তানকে।

দ্বিতীয় টেস্টেও হারের মুখে স্বাগতিক পাকিস্তান দল। রাওয়ালপিন্ডিতে ꧂প্রথম টেস্ট ম্যাচে বাꦦংলাদেশ ১০ উইকেটে জয়লাভ করে।

একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রান করে। জবাবে বাংলাদেশ লিটন দাসের অসাধারণ এক সেঞ্চুরিতে ২৬২ রান করে। ༺তৃতীয় দিনেই পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রান তুলতেই ২টি উইকেট হারায়। চতুর্থ দিনের সকাল থেকে একইভাব উইকেট হারাতে থাকে তারা এবং মধ্যান্যভোজের বিরতির কিছুক্ষণ পর সব উইকেট হা👍রিয়ে ফেলে।  

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে আব্দুল্লাহ শফিক ৩, সাইম আইღয়ুব ২০, শান মাসুদ ২৮, খুররাম শাহজাদ ০, ব♑াবর আজম ১১, সউদ শাকিল ২, রিজওয়ান ৪৩, মোহাম্মাদ আলী ০, আরবার আহমেদ ২, সালমান আগা অপরাজিত ৪৭ এবং মীর হামজা ৪  রান করেন।

বাংলাদেশের হাসান মাহমুদ ৪৩ রানে ৫টি এবং নাহিদ রানা ৪৪ রা🍒নে ৪টি উইকেট লাভ করেন। এছাড়া, তাসকিন আহমেদ ১টি উইকেট পেয়েছেন। 

Link copied!