• ঢাকা
  • সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১, ২৭ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যে শর্তে বেসরকারি শিক্ষকরা বদলির সুযোগ পাবেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৩:০৭ পিএম
যে শর্তে বেসরকারি শিক্ষকরা বদলির সুযোগ পাবেন

বদলির সুযোগ পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা। তবে শুধু বেসরকারি শি♛ক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ করা নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই এ সুযোগ পাবেন।

রোববার (১ আগস্ট) শিক্ষা মন্ত্রণ🤡ালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বেসরকারি শি🥀ক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত শিক্ষকদের পারস্পারিক বদলি সংক্রান্ত নীতিমালা-২০২৪ জারি করে।

বদলির সাধারণ শর্ত

১) বদলির সাধারণ শর্তে বলা হয়, শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের💞 লিখিত সম্মতিপত্র বদলির আবেদনই বি♍বেচনা করা হবে।

২) চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া🍷 অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না।

৩) তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন কর💃তে পারবেন।

৪) নিয়োগপ্রাপ্ত শ൲িক্ষকের চাকরি দুই বছর পূর্ꦏণ হলে বদলির আবেদন করা যাবে।

৫) অসম্পূর্ণ বা ভুল তথ্য সমꦫ্বলিত আব🎀েদন বিবেচনাযোগ্য হবে না।

৬) চাকরি জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে।

বদলির কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা🃏 অধিদপ্তরের মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করবেন।

আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া

১) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদ🐽নের ফরমেট নির্ধারণ করবে।

২) বদলিꩵর সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।

৩) প্র♎তিবছর ১৬ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর মধ্যে অনলাইনে পারস্পারিক বদলির জন্য আꦡবেদন গ্রহণ করা হবে।

৪) অনলাইনে প্রাপ্ত আবে𓆏দন প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করেꦗ নিষ্পত্তি করতে হবে।

৫) বদলিকৃত শিক্ষকদের ইনডেক্𝓰স আগের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অন-লাইনে ট্রান্সফার করতে হবে।

৬) বদলিকৃত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জেষ্ঠ্যতার ধারাবাহিকতা আগের অবস্থা বজায় থাকব🅠ে।

বদলির আবেদন অধিকার ꦗহিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষকরা কোনো ဣধরনের টিএ/ডিএ ভাতা পাবেন না।

Link copied!