ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে ঘরের মাঠে লজ্জাজনক ভাবে হারলো তারকাসমৃদ্ধ দর ম্যানচেস্টার ইউনাইটেড। তাদেরকে𓄧 ৩-০ গোলে হারিয়েছে আরেক শক্তিশালী দল লিভারপুল।
রোববার রাতের এ ম্যাচে বিজয়ী দল প্রথ💮মার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল।
ম্যাচের ৭ মিনিটে গোল করার সুไযোগ হারালেও ৩৫ মিনিটের সময় দিয়াজ গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। ৪২ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন দিয়াজ। ম্যাচের ৫৬ মিনিটে মোহাম্মদ সালাহ দলের পক্ষে তৃতীয় গোল ౠকরলে ম্যানইউ’র আশা শেষ হয়ে যায়।
ম্যানচেস্টার ইউনাইটেড তিন ম্যাচে দুটি হার ও এক জয়ে ১৪🎶তম স্থানে রয়েছে। লিভারপুল তিন ম্যাচের সবগুলোতেই জিতে দ্বিতীয় স্থানে আছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সমান সংখ্যক পয়েন্ট নিয়েও শীর্ষে ম্যানসিটি। লিভারপুলের পরের খেলা ১৪ সেপ্টেম্বর।