• ঢাকা
  • শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১ ভাদ্র ১৪৩১, ১০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সেমিফাইনালে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ০৮:২৮ এএম
সেমিফাইনালে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

সেমিফাইনালে যাওয়ার কঠিন সমীকরণ নিয়ে আফগানিস্তান♏ের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তুলেছে ১১৫ রান তুলেছে রশিদ খানরা। শেষ চারে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ জিতলেই শুধু চলবে না বাংলাদেশকে। আফগানিস্তানের দেওয়া লক্ষ্য পেরিয়ে যেতে হবে ১২.১ ওভারে।

অবশ্য ১২.৫ ওভারে এই রান টপকালেও চলবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে স্কোর সমান হওয়ার পর একটি ছয় মারতে হবে। অর্থাৎ ১২.৫ ওভারে বাংলাদেশকে করতে হবে ১২১ রান। আবার ১২.৩ ওভারে আফগানিস্তানকে টপকাতে পারলেও সেমিফাইনালে যাবে বা🌺ংলাদেশ। সে ক্ষেত্রে ১২.৩ ওভারে করতে হবে ১১৯ রান।

স✱েমিফাইনালে যাওয়ার 🌊লক্ষ্যে ম্যাচের শুরুটা বাংলাদেশ করেছিল দারুণভাবে। শুরু থেকেই আঁটসাঁট বোলিং করেন তানজিম হাসান, তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। পাওয়ারপ্লের ৬ ওভারে তাঁরা দিয়েছেন মাত্র ২৭ রান। তবে কোনো উইকেট পাননি।

ইব্রাহিম জাদরান জীবন না পেলে সেটাও পেয়ে যেতে পারত বাংলাদেশ। দুই প্রান্তে দুই পেসার ২ ওভার করে করার প꧙র অধিনায়ক নাজমুল হোসেন পঞ্চম ওভারে আনেন স্পিনার। এলেন সাকিব আল হাসান। তৃতীয় বলে তৈরি করলেন সুযোগ। শর্ট লেংথের বলে টেনে মেরেছিলেন ইব্রাহিম। তবে এক্সট্রা কাভারে একটু লাফ দিয়ে🧔 নাগালে পেলেও ক্যাচ রাখতে পারেননি তাওহিদ হৃদয়।

সুযোগ পেয়েও খুব বেশি কিছু করতে পারেননি ইব্রাহিম। রিশাদ হোসেনের বলে তানজিমের ক্যাচ হওয়ার আগে ২৯ বলে ১ চারে করেছেন ১৮ রান। তাঁর আউটে ভাঙে ৫৯ রানের উদ্বোধনী জুটি। এমনিতেই শ্লথ গতিতে রান তুলতে থাকা আফগানরা এই আউটে আরও যেন থমকে গিয়েছিল। রিশাদের উইকেট পাওয়ার ওভারে আসে ১ রান। তাসকিন পꦿরেরটি করেছেন মেডেন। ১৩তম ওভারে এসে সাকꦉিব দিয়েছেন ৩ রান

রান কমে যাওয়ার এই চাপে পড়ে দ্রুত আরও ৪ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১৫ রানে থামে আফগানদের ইনিংস। আফগানিস্তানের পক্ষে ৫৫ বলে ৩ চা🃏র ও ১ ছয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানউল্লাহ গুরবাজ। বাংলাদেশের পক্ষে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিশাদ।

Link copied!