‘দাম্পত্য জীবনের ৩৩ থেকে ৩৪ বছরে পা রেখেছেন বরেণ্য চিত্রনায়ক সোহেল রানা ও জীনাত বেগম। শুক্রবার (১৬ আগস্ট) এই দম্পতির ৩৩ তম বিবাহ বার্ষিকী। দিনটি উপলক্ষে বিশেষ বার্তা💧 দিয়েছেন নায়ক সোহেল রানা। ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন- “দেখতে দেখতে কবে যে তেত্রিশ থেকে চৌত্রিশ বছরে বিবাহ বার্ষিকীত পা দিলাম। সবার কাছে দোয়াপ্রার্থী।”
বিশেষ এই পোস্ট দেখে ভক্ত ও সহশিল♌্পীরা অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন প্𒊎রিয় এই দম্পতিকে।
একজন সাংবাদিক লিখেছেন- এই জ🎃ুটির ৫০ বছর পূর্ণ হোক শুভ কামনা।
চিত্রনায়িকা মুনমুন🎉 লিখেছেন-শুভ বিবাহ বার্ষিকী স্যার আর ম্যাডাম।
একজন লিখেছেন-শুভ꧂ বিবাহ বার্ষিকীর অনাবিল শুভেচ্ছা,শুভকামনা ও অভিনন্দন আমার প্রিয় স্যার💛।
১৯৯০ সালের ১৬ আগস্ট তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন পিজি হাসপাতালের (বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও ಞহাসপাতাল) গাইনী বিভাগের কৃতি ডাক্তার জীনাত বেগমের সঙ্গে। শুক্রবার ( ১৬ আগস্ট) এই দম্পতি তাদের দাম্পত্য জীবনের 🐻তেত্রিশ বছর পার করেছেন।