• ঢাকা
  • শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১ ভাদ্র ১৪৩১, ১১ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্যারিসে সোনা জিতলেও অনুশীলনের মাঠ পাননি পাকিস্তানের আরশাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৫:০৫ পিএম
প্যারিসে সোনা জিতলেও অনুশীলনের মাঠ পাননি পাকিস্তানের আরশাদ
আরশাদ নাদিম। ছবি : সংগৃহীত

প্যারিস অলিম্পিকে পাকিস্তানের হয়ে ব্যক্তিগত সোনা জিতেছেন আরশাদ নাদিম। পাকিস্তানকে অলিম্পিকে ৩২ বছর পরে পদক এনে দেন তিনি। দেশে ফিরে নায়কের সম্মান পাচ্ছেন আরশাদ। তাকে আর্থিক পুরস্𒁏কার দিয়েছে পাকিস্তান সরকার।

কিন্তু তারপরও সমস্যায় আরশাদ। অনুশীলনের মাঠ পেলেন না তিনি। বাবর আজমদের জন্য স🅷মস্যায় এই অ্যাথলিট।

পাকিস্তান অ্যাথলেটিক্স সংস্থার চেয়ারম্যান মুহম্মদ আকরাম সাহি জানিয়েছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানে আসা আরশাদের জন্য ভাল খবর নয়। ওরা লাহোরে রয়েছে। তাই আরশাদকে সেখানকার মাঠে ൩অনুশীলনের অনুমতি দেওয়া হ♐য়নি। পাকিস্তানের সব বড় মাঠই ক্রিকেটের। সারা বছরই সেখানে প্রতিযোগিতা চলে।’

এই বিষয়ে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনও মন্তব্য করেনি। উল্টে পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেসপি বলেন, ‘আমরা আরশাদকে সাজঘরে আমন্ত্রণ জানাতে চাই।♔ আমি দেখেছি অলিম্পিকের সময় ক্রিকেটারেরা কী ভাবে আরশাদকে সমর্থন করেছে। তাই ও আমাদের সাজঘরে এলে ক্রিকেটারেরা ওর সোনার পদক হা🌃তে নিয়ে দেখতে পারবে। অলিম্পিকের পদক ছুঁয়ে দেখাও বড় সম্মানের।’

আরশাদের ইভেন্টের আগে বাবর আজম-সহ পাকিস্তানের অনেক ক্রিকেটার তাকে সমর্থন জানিয়েছি⛦লেন। সোনাজয়ের পরেও শুভেচ্ছা জানান তারা।

জ্যাভল💃িনের ফাইনালে দ্বিতীয় থ্রোয়ে ৯২.৯৭ মিটার ছুড়ে💝 সোনা জেতেন আরশাদ।

পাকিস্তানে ফেরার পরে আরশাদকে পুরস্কার বাবদ সাড়ে ৭ কোটি রুপি দিয়েছে পাকিস্তানের সরকার। তাকে একটি গাড়িও উপ♏হার দেওয়া হয়েছে। গোটা দেশে উৎসব হয়েছে।

Link copied!