• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আসন্ন লিগ ওয়ানে নজর থাকবে যাদের ওপর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪, ০৪:২৮ পিএম
আসন্ন লিগ ওয়ানে নজর থাকবে যাদের ওপর
গত মৌসুমের লিগ ওয়ানে পিএসজির একটি ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

ফ্র🌜ান্সের ফুটবল লিগ ওয়ানের ২০২৪-২৫ মৌসুম শুরু হবে শুক্রবার (১৬ আগস্ট)। প্রথমদিন একমাত্র ম্যাচে লে হাভরের বꦓিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এমবাপের বিদায়ের পর পুরো  লিগে একটি পরিবর্তনের বার্তা পাওয়া যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি নতুন পাঁচ মুখকে খুঁজে বের করার চেষ্টা করেছে, যাদের ওপর সকলের নজর থাকবে।

হুয়াও নেভেস (পিএসজি): এমবাপে বিহীন পিএসজির দিকেই এবারের লিগ ওয়ানে সকলের দৃষ্টি থাকবে। ১৯ বছর বয়সী পর্তুগীজ মিডফিল্ডার হুয়াও নেভেসকে শীর্ষ অনেক ক্লাবই দলে 🗹নিতে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্☂তু বেনফিকা থেকে ৬৯.৯ মিলিয়ন ইউরোতে নেভেসকে শেষ পর্যন্ত দলে ভেড়াতে বাধ্য হয় পিএসজি। গত মৌসুমে বেনফিকার হয়ে ৫৫ ম্যাচ খেলেছেন নেভেস।  

রবার্তো ডি জারবি (মার্সেই): মার্সেই ইউরোপা লিগের সেমিফাইনালে খেল▨লেও অষ্টম স্থানে থেকে লিগ শেষ করে। কোচ হিসেবে ৪৫ বছর বয়সী ডি জারবিকে দলে ভেড়ায় মার্সেই। আশা করা হচ্🌳ছে, তিনি মার্সেইকে আবারো ইউরোপের এলিট ক্লাবে পরিনত করতে পারবেন।

ম্যাসন গ্রিনউড (মার্সেই): ম্যাসন গ্রিনউডকে দলে ভিড়িয়ে মার🃏্সেই ট্রান্সফার মার্কেটে আলোচনায় এসেছে। ২২ বছর বয়সী এই ইংলিশম্যান ম্যানইউ থেকে মা﷽র্সেইতে যোগ দিয়েছেন।

জর্জেস মিকাওটাজে (লিঁও): ২৩ বছর বয়সী স্ট্রাইকার জর্জেস মিকাওটাজে জর্জিয়ার হয়ে ইউরোতে দুর্দান্ত পারফরমেন্স করার ফ𒁃ল পেয়েছেন। রেলিগেট🍰েড মেটজ থেকে তাকে সাড়ে ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে  টেনে নিয়েছে লিঁও। আয়াক্স থেকে ধারে খেলতে এসে ১১ গোল করেছিলেন মিকাওটাজে।

লামিন কামারা (মোনাকো): মিকাওটাজেকে দলে নিতে ব্যর্থ হবার পর মেটজের আরও এক তরুণ প্রতিভা ২০ বছর বয়সী সেনেগালিজ মিডফিল্ডার লামিন কামারাকে দলে ভেড়াতে সফল হয়েছে মোনাকো। ২০২৩ সালে আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় মনোনী🍰ত হয়েছিলেন কামারা। তার মধ্যে ভবিষ্যতের তারকা হবার সব ধরনের গুণাবলী রয়েছে।

Link copied!