• ঢাকা
  • শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ২২ ভাদ্র ১৪৩১, ১ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভারতের সর্বকালের সেরা একাদশে নেই ধোনি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ০৪:৩২ পিএম
ভারতের সর্বকালের সেরা একাদশে নেই ধোনি!
মহেন্দ্র সিং ধোনি। ছবি: সংগৃহীত

পারফর্ম ও নেতৃত্বে যিনি শুধু ভারতেই নয়, সারা বিশ্বের সকল🍸ের কাছে শ্রদ্ধাভাজন, সেই মহেন্দ্র সিং ধোনি নেই তার দেশে🐓র তিন ফরম্যাটে সর্বকালের সেরা একাদশে। 

অবশ্য যিনি একাদশটি গঠন করেছেন, তিনি কিন্তু তিন ফরম্যাটের সঠিক বিচার করতে পারেনমি। তিনি হলেন দীনেশ কার্তি𒉰ক। যিনꦅি আবার ধোনির কারণে দলে তেমন একটা সুযোগ পেতেন না। ধোনি আবার উইকেটকিপার, দুর্দান্ত ফিনিশার ও অবিসংবাদিত অধিনায়ক। এই তিন গুনের একটিও না থাকা কার্তিক হয়তো হিংসা করেই ধোনিকে তার পছন্দের একাদশে স্থান দেননি। 

ওয়ানডে  বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্প♚িয়ন্স ট্রফিজয়ী অধিনায়ক ভারতের ইতিহাসে দ্বিতীয় জন নেই। জাদেজা,বুমরাহ সহ অনেকেই আছে, এমনকি দ্বাদশ ব্যক্তি হিসেবে হরভজন সিংও রয়েছে, নেই ধোনি ও সুনিল গাভাস্কারের মতো খেলোয়াড়ের নাম। 

কার্তিকের একাদশে রয়েছেন   বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে༒, জাসপ্রিত বুমরাহ ও জহির খ❀ান।

Link copied!