• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বার্সেলোনার কোচ কোম্যান বরখাস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৪:৪৬ এএম
বার্সেলোনার কোচ কোম্যান বরখাস্ত

কয়েক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনার পর বিদꦕায়ের ঘণ্টা বাজল ক্যাম্প ন্যুতে। ১৪ মাস ধরে স্প্যানিশ লা লিগার শীর্ষ দল বার্সেলোনার প্রধান কোচের দায়িত্বে থাকার পর বরখাস্ত হলেন রোনাল্ড কোম্যান।

বৃඣহস্পতিবার (২৮ অক্টোবর) স্কাই স্প🌼োর্টস, গোল ডটকমসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করে।

স্পেনের স্থানীয় সময় বুধবার রাতে লা লিগার শেষ সারির দল রায়ো ভ্যালেকানোর কাছে ১-০ গোলে পরাজয়ের পরই এই সিদ্ধান্ত নেয় বার্সা কর্তৃপক্ষ। লা লিগাসহ অন্যান্য লিগের শে𒆙ষ ছয় ম্যাচের মধ্যে এটি বার্সার চতুর্থ পরাজয়।

সেপ্টেম্বরের শেষ দিকে বেনফিকার কাছে ৩-০ ব্যবধানে পরাজয়ের পর থেকেই এই ডাচম্যানের পদত্যাগের জন্য চাপ বাড়ে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে বাজে শুরুর পর সমালোচনার ঝড় বয়ে যায় কোচের ওপর দিয়ে।

আর গত রোববার (২৪ অক্টোবর) মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে পরাজয় যেন সেই আগুনে ঘ🐽ি ঢেলে 🔜দেয়। নিজ মাঠে রিয়ালের কাছে হারের পর ক্যাম্প ন্যু ছাড়ার সময় ঘটে এক অপ্রীতিকর ঘটনা। 

ম্যাচের ফলাফলে ক্ষুব🅠্ধ সমর্থকেরা ঘিরে ধরেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান কোম্যানের গাড়ি। সংবাদ সম্মেলনেও নিজের ভূমিকা নিয়ে প🎶্রশ্নের মুখে পড়েন বার্সেলোনা কোচ।

এবারের মৌসুমে লা লিগায় ১০ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার অবস্থান ৯ম। আর তাই কোচ কোম্যানের ওপর কোনোভাবেই ভরসা পাচ্ছিল না বার্সা।

মেসি, সুয়ারেজের মতো ক্লাবের সেরা খেলোয়াড়রা অন্য দলে পাড়ি জমানোর পর থেকে অনেক সমর্থকই কোম্যানকে পছন্দ করতেন⛎ না। আর দলের এমন বাজে পারফরম্যান্সের পর বার্সা বোর্ডও হয়তো তাকে আর ক্যাম্প ন্যুতে পুনর✨ায় দেখতে চাইবে না।

Link copied!