• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফিফা র‍্যাঙ্কিংয়ে তিনে আসছে মেসির আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২২, ০৫:৫২ পিএম
ফিফা র‍্যাঙ্কিংয়ে তিনে আসছে মেসির আর্জেন্টিনা
ফাইল ছবি

কোপা আমেরিকার শিরোপা জয়ের পর উড়ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের পর এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত ক💖রেছে মেসিরা। ফলে নিজেদের সবশেষ ৩৩ ম﷽্যাচে অপরাজিত রয়েছে আলবিসেলেস্তারা।  

এরই মধ্যে বিশ্বকাপের দিন যত এগুচ্ছে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়েরꦍ হট ফেবারিটের জায়গায় স্থান দিচ্ছেন অনেকে। কারণ লিওনেল মেসির নেতৃত্বে দলটি যেন দুর্দান্ত ফর্মেই রয়েছে। অনেকেই বলছেন, এমন চলতে থাকলে মেসির হাতে বিশ্বকাপ ওঠাটা বিস্ময়কর কিছু হবে না।

তবে বিশ্বকাপের আগেই এক সুসংবাদ আর্জেন্টাইন সমর্থকদের জন্য। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হটিয়ে র‍্যাঙ্কিংয়ে তিনে আসছে আর্জেন্টিনা। এখন ব্রাজিল, বেলজিয়াম 🌃এবং ফ্রান্স রয়েছে আর্জেন্টিনার আগে। তবে আগামী সপ্তাহে যে র‍্যাঙ্কিং প্রকাশিত হবে, তাতে আর্জেন্টিনা উঠে আসবে তৃতীয় স্থানে।

বৃহস্পতিবার (১৬ জুন) আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস অনলাইন টিওয়💙াইসি স্পোর্টস র‍্যাঙ্কিং প্রকাশের আগেই এই খবর জানিয়েছে।

শুধু তাই নয়, রেটিং পয়েন্টে চিরপ্রতি🍒দ্বন্দ্বী ব্রাজিলের খুব কাছাকাছিও পৌঁছে ওযাবে মেসিরা।বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে ব্রাজিল এবং আগামী সপ্তাহে প্রকাশিবত্য তালিকায়ও তারা এক নম্বরেই থাকবে।

তবে উয়💦েফা নেশন্স লিগে খুব বাজে খেলতে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব💮 থেকে বিদায় নেওয়ায় তৃতীয় স্থান ছাড়তে হচ্ছে আর্জেন্টিনার কাছে। তবে বেলজিয়াম দ্বিতীয় স্থানেই থাকবে। ২০২২ বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হতে যাচ্ছে এই বেলজিয়াম।

ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা ১০ দেশ ও তাদের রেটিং (আগামী সপ্তাহের তালিকা অনুযায়ী)

১. ব্রাজিল, (১৮৩৮)
২. বেলজিয়াম, (১৮২২)
৩. আর্জেন্টিনা, (১৭৮৪)
৪. ফ্রান্স, (১৭৬৫)
৫. ইংল্যান্ড, (১৭৩৮)
৬. ইতালি, (১৭১৮)
৭. স্পেন, (১৭১৭)
৮. নেদারল্যান্ডস, (১৬৭৯)
৯. পর্তুগাল, (১৬৭৯)
১০. ডেনমার্ক, (১৬৬৫)

Link copied!