যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে উদ্ব൲োধনের পর থেকেই দাবি উঠেছিল ছুটির দিন🐬ে মেট্রোরেল চলাচলের। অবশেষে যাত্রীদের সেই দাবি পূরণ হলো। উদ্বোধনের পর এই প্রথম শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর-মতিঝিল রুটে চলাচল করল মেট্রোরেল।
ছুটির দিনে মেট্রোরেলে চড়তে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। শুধু তাই নয়, এদিনে বৈষম্♋যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষের ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনও খুলে দেয়া হয়েছে। এ নিয়ে বাড়তি আনন্দ ছিল এখানকার যাত্রীদ🅷ের মনে।
টির দিন হওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। কাজীপাড়া স্টেশন চালু হওয়ায় অনেক যাত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জিসান নামে এক যাত্রী বললেন, “শুক্রবারেও নগরীতে যানজটের ভোগান্তি পোহাতে হয়। কোথাও ঘুরতে যাওয়া অথবা জরুরি কাজেও ঠি👍ক সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। মেট্রোরেল সেই ভোগান্তি দূর করতে পারে।”
আরেক যাত্রী নিশান🍸 বলেন, মেট্রোরেল নগরের যানজটের ভোগান্তি কমিয়ে দিয়েছে। অন্তত ঠিক সময়েই গন্তব্যে পৌঁছে দিতে পারে মেট্রোরেল। যে কারণে উদ্বোধনের কিছুদিন পর থেকেই দাবি উঠেছিল শুক্রবারে মেট্রোরেল চালানোর। অনেকদিন পর হলেও সেই দাবি পূরণ হওয়ায় অনেক ভালো লাগছে।
মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিকেল সাড়ে ৩টায় উত𒐪্তরা প্রান্ত থেকে মেট্রোসেবা চালু হয়েছে। এখন থেকে সপ্তাহের সাত দিনই মেট্রোরেল চলাচল করবে।”
১২ মিনিট পর পর
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা🌜 ৫০ মিনিটে। উত্তরা থꦡেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়, মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে।
সাপ্তাহিক কর্মদিবসগুলোতে প্রতিটি স্টেশনে ৮ থেকে ১০ মিনিট পরপর ট্রেন চলাচলের ক💧র্মসূচি দেওয়া আছে। তবে শুক্রবার ছুটির দিনে ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে।