• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফাইনালিসিমা: আর্জেন্টিনা বনাম ইতালি, যা জানা দরকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১, ২০২২, ০৮:২০ পিএম
ফাইনালিসিমা: আর্জেন্টিনা বনাম ইতালি, যা জানা দরকার
ছবি সংগৃহীত

ফাইনালিসিমা কী?

ফাইনালিসিমা ইতালিয়ান শব্দ থেকে এসেছে যার অর্থ মহা ফাইনাল। এক ম্যাচের এই টুর্নামেন্ট খেলা হয় উয়েফার ইউরো চ্য🥀াম্পিয়ন ও কনমেবলের অধীনের  কোপা আমেরিকার চ্যাম্পিয়নের মধ্যে।

২০২২ সালের ফাইনালে কোন কোন দল খেলবে?

উয়েফা ইউরো কাপে গত গ্রীষ্মে ইতালি তাদের দ্বিতীয় মহাদেশীয় শিরোপা জয়ের মহারণে ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ইংল্য♛ান্ডের মুখোমুখি হয়। পেনাল্টিতে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপীয়দের মধ্যে সেরার খেতাব অর্জন করে তারা।

অন্যদিকে, আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকার শিরোপা জয় করে দীর্ঘ ২৮ বছরের শিরোপার অপেক্ষার অবসান ঘটিয়েছে। ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে রেকর্ড ১৫তম বারের মতো কোপা আমেরিকা শিরোপা নিজেদের দখলে নিয়েছে লিওনেল মেসিরা। এই দুই মহাদেশের চ্যাম্পিয়নর🐻া মুখোমুখি হবে।

ম্যাচের নিয়ম কী?

ফাইনালিসিমা ৯০ মিনিটের খেলা। কোনো অতিরিক্ত সময় নেই। ৯০♛ মিনিটের🅰 ম্যাচ ড্র হলে ম্যাচ সরাসরি গড়াবে পেনাল্টিতে।

ফাইনালিসিমা কবে খেলা হচ্ছে?

খেলাটি অনুষ্ঠিত হবে আজ বুধবার রাত ১২টা ১৫ মি﷽নিট﷽ে।  

২০২২ সালে ফাইনালিসিমা কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।

কেন ফাইনালিসিমা চালু করা হয়েছে?

ম্যাচটি উয়েফা ও কনমেবলের মধ্যে সহযোগিতার সম্প্রসারণের অংশ। যা🦂র মধ্যে উল্লেখযোগ্য নারী ফুটবল, ফুটসাল এবং যুব বিভাগ, রেফারি বিনিময়, সেইসাথেꦐ প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

পরিসংখ্যানে কারা এগিয়ে?

দুই দলের শেষ ৫ ম্যাচের দেখায় ৪ ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে এগিয়ে আছে ইতালিই। দুই দলের মুখোমুখি লড়াইয়ের ১৫ ম্যাচের ৬টিতে জিতেছে তারা। আর্জেন্টিন🌳া জিতেছে ৫ ম্যাচে। বাকি ৪ ম্যাচ ড্র।

Link copied!