• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পর্দা নামল অলিম্পিকের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১, ০৯:৫৬ পিএম
পর্দা নামল অলিম্পিকের 

১৭ দিনের ক্রীড়াযজ্ঞ শেষে এবার বিদায়ে♔র পালা। ২৩ জুলাই শুরু হওয়া টোকিও অলিম্পিকের সমাপ্তি হলো ৮ আগস্ট। অলিম্পিকের ২৩ಌতম আসর হবে প্যারিসে, ২০২৪ সালে। এবারের অলিম্পিকে পদক পেয়েছে ৯৩টি দেশ। এর মধ্যে অন্তত একটি সোনার করে পদক জেতা দেশের সংখ্যা ৬৫টি। 

অলিম্পিকে ৩৮টি সোনা নিয়ে সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দুইয়ে আছে চীন। তিনে আছে আয়োজক জাপা🍷ন। ;

এবারের অলিম্পিকে যুক্তরাষ্ট্র পেয়েছে ৩৯টি সোনা, ৪১টি রুপা ও ৩৩টি ব্রোঞ্জ। চীনের দখলে রয়েছে ৩৮টি সোনা, ৩২টি রুপা ও ১৮টি ব্রোঞ্জ। পদকের দিকে তিনে থাকা আয়োজক জাপান পেয়েছে ২৭টি সোনা, ১২টি রুপা ও ১৭টি ব্রোঞ্জ। চতুর্থ স্থানে থাকা রাশিয়ার জিতেছে ২০টি সোনা, ২৬টি রুপা ও ২৩টি ব্রোঞ্জ। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন, যারা পেয়েছে ২০টি সোনা, ২১টি রুপা ও ২২টি ব্রোঞ্জ। এরপরের অবস্থানে থাকা অস্ট্রেলিয়া জিতেছে ১৭টি সোনা, ৭টি রুপা ও ২২টি ব্রোঞ্জ। সপ্তম স্থানে থাকা জার্মানি জিতেছে ১০টি সোনা, ১১টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ। ১০ট🔜ি সোনা, ১১টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ নিয়ে অষ্টম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ইতালি জিতেছে ১০টি সোনা, ১০টি রুপা ও ১৯টি ব্রোঞ্জ। দশম স্থানে থাকা ফ্রান্সের দখলে রয়েছে ৯টি সোনা, ১𝔍২টি রুপা ও ১১টি ব্রোঞ্জ। 

এছাড়া ভারত জিতেছে একটি সোনা।

Link copied!