• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবারও বর্ষসেরার শীর্ষ তিনে নেই মেসি-রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৫:৫৫ পিএম
এবারও বর্ষসেরার শীর্ষ তিনে নেই মেসি-রোনালদো

প্রায় এক যুগের ধরে চলা𓆉 মেসি-রোনালদোর আধিপত্য এবার ভাগ বসাচ্ছেন অন্য কেউ। ইউরোপের বর্ষসেরার লড়াইয়ে এবার সেরা তিনে নেই ছয় ও পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী দুই ফুটবল মহাতারকা মেসি ও রোনালদো। এবারের মৌসুমে সেরা তিনে জায়গা পেয়েছেন কেভিন ডি ব্রুইনে, এনগোলো কান্তে ও জর্জিনিও। 

এবারে♛র মৌসুমে সেরা তিনে জায়গা করে নেওয়া তিন জনই হচ্ছেন ܫমিডফিল্ডার। এখানেও ইতিহাস গড়েছেন তারা। উয়েফার বর্ষসেরা পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম মনোনীত সেরা তিনের সবাই মিডফিল্ডার। আবার তিন জনই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। 

বেলজিয়া🦩ম ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে ক্লাবের হয়ে জিতেছেন লিগসহ কয়েকটি শিরোপা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও দে🀅শের হয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছেন তিনি। 

বাক𒈔ি দুইজন চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। এরমধ্যে ইতালির জর্জিনিও দেশের হয়ে জিতেছেন ইউরো। অপরদিকে ফ্রান্সের এনগোলো কান্তে লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। 

গত মৌসুমে লিওনেল মেসি ও নেইমার সমান পয়েন্ট পেয়ে যৌথভাবে চতুর্থ হয়েছিলেন। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছিলেন দশম। এবারও ১৪৮ ভোট পেয়ে মেসি রয়েছেন তালিকার চতুর্💦থ স্থানে। গতবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লে💖ভানডফস্কি ১৪০ ভোট পেয়ে আছেন পঞ্চম স্থানে।

ইউরো জেতা দোন্নারুম্মা পয়েন্ট ৪৯ পেয়ে আছেন ষষ্ঠ স্থানে। কি💖লিয়ান এমবাপ্পে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম, রাহিম স্টার্লিং ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম। ১ꦅ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দশম স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হরলান্ডের পয়েন্ট ১৫।

তালিকার চার থেকে দশ পর্যন্ত অবসꦿ্থান জানা গেলেও বর্ষসেরার পুরস্কার কার হাতে উঠছে তা জানা যাবে আগামী ২৬ আগস্ট꧃। 

Link copied!