ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। কিছু এলাকায় রেড অ্যালার্টও জারি করা হয়েছে। এই রোগ তীব্র সংক্রামক রোগ, কখনো কখনো মারাত্মকও। মশা যেকোনো জায়গায় বংশবিস্ত🌊ার করতে পারে।ꦦ তাই আপনার কর্মক্ষেত্রেও কীভাবে মশামুক্ত থাকবেন, চলুন জেনে নেওয়া যাক।
- অনেক অফিসে ফুলদানি ও টবে গাছ রাখা থাকে। এসব জায়গায় জমে থাকা বদ্ধ পানি থেকে মশার জন্ম হতে পারে। টয়লেটের বালতিতেও পানি জমে আছে কি না খেয়াল করুন।
- কর্মক্ষেত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। কোনো জায়গায় ময়লা-আবর্জনা জমে থাকলে, তা পরিষ্কার করিয়ে নিন। কারণ, জমে থাকা ময়লা থেকেও মশা জন্মাতে পারে।
- অফিসে যাতে মশা ঢুকতে না পারে, সে জন্য জানালা এবং দরজার পর্দা ঠিকভাবে লাগানো আছে কি না, তা নিশ্চিত করুন।
- বাজারে বিভিন্ন ধরনের মশা নিরোধক ক্রিম, স্প্রে পাওয়া যায়। নিজেকে সুরক্ষিত রাখতে এসব ব্যবহার করুন। মশার কামড়ের ঝুঁকি কমাতে সুরক্ষামূলক পোশাক পরুন।
- অফিস প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা, উপসর্গ, প্রাথমিকভাবে শনাক্তকরণ এবং চিকিৎসার ব্যবস্থা নিতে সচেতনতামূলক প্রচার এবং প্রশিক্ষণ সেশন পরিচালনা করুন।