• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চোখের পাতা কাঁপে কেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০২:১৫ পিএম
চোখের পাতা কাঁপে কেন?

হ✃ঠাৎ করে চোখের পাতা লাফিয়ে ওঠে। এটি কমবেশি সবার সঙ্গেই হয়ে থাকে। এই বিষয়টিকে অনেকেই অশুভ বা খারাপ কোনো লক্ষণ বলে মনে করে থাকেন। যদিও চোখ লাফানোকে অশুভ লক্ষণ ভেবে নেওয়া একেবারেই কুসংস্কার ছাড়া আর কিছু নয়। কিন্তু চিকিৎসাবিজ্ꦿঞান বলছে, এটি তখনই ঘটে যখন চোখের পেশি বা পাতার খিঁচুনি বা নড়াচড়া করে। যা চাইলেও নিয়ন্ত্রণ করা যায় না।

আরও পড়ুন: শীতে চোখ ভালো রাখবে যেসব খাবার
 

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ব্লেফারোস্পাজম বলা হয়। এটি ওপরের চোখের পাতায় হয়ে থাকে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য চোখের পাতা কেঁপে ওঠে। গবেষণায় দেখা গেছে, প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২০০০ মা﷽নুষ এই সমস্যায় গুরুতরভাবে ভোগেন। গবেষকদের মতে, আপনার জিনগত ও চারপাশের পরিবেশের কারণেই এ সমস্যাটি হয়। চোখের পাতা কেঁপে ওঠা মুখ ও আপনার চোখের পাতার চারপাশের পেশির সঙ্গেও জড়িত। এছাড়া আরও বꦑেশ কিছু কারণেও চোখের পাতা কেঁপে উঠতে পারে। চলুন কারণগুলো জেনে নিই-

  • ক্লান্তি
  • মানসিক চাপ
  • ক্যাফেইন
  • অ্যালকোহল গ্রহণ
  • ধূমপান
  • চোখের সংবেদনশীলতা ও
  • কিছু ওষুধ, যেগুলো সাইকোসিস ও মৃগী রোগের চিকিৎসা করে।

মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের যেসব রোগের কারণেও চোখের পাতা লাফ💧াতে পারে। তার মধ্যে রয়েছে-

  • পারকিনসন রোগ
  • মস্তিষ্কের ক্ষত
  • একাধিক স্ক্লেরোসিস
  • পক্ষাঘাত
  • ট্যুরেটের সিন্ড্রোম ও
  • ডাইস্টোনিয়া।

ব্লেফারোস্পাজমের চিকিৎসা
বেশিরভাগ ক্ষেত্রেই এ সমস্যা হঠাৎ করেই হয় আবার নিজ থেকেই সেরে যায়। পর্যাপ্ত বিশ্রাম, অ্যালকোহল, তামাক বা ক্যাফেইন কমিয়ে দিলে এ সমস্যাও কমতে শুরু করে। তবে এ সমস্যা দীর্ঘদিন ধরে চললে দ্রুত চিকিৎসকের প꧋রামর্শ নে🍬ওয়া জরুরি।


সূত্র: ওয়েবএমডি

Link copied!