কিডনি রোগীদের অনেক নিয়ম মেনে চলতে হয়। তাদের খাবারের চার্টไও বেঁধে দেন চিকিৎসকরা। কিডনি রোগীদের খাবারের বিষয়টি সতর্কতার সঙ্গে মেনে চলতে হয়। চলুন দেখে নেওয়া যাক তাদের কী কী খাবার পরিহার করতে হবে—
১। ইউরিয়া ও ক্রিয়েটিনিন জাতীয় খাবার, সন্দুক লবণ
২। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার
৩। মাটির নিচের ফসল—আলু, কচু, মিষ্টি আলু (মূলা, গাজর, বিট, পেঁয়াজ ও রসুন খাওয়া যাবে)
৪। তেলে ভাজা খাবার
৫। দুগ্ধ জাতীয় খাবার (দুধ, পনির, দই)
৬। টক জাতীয় ফল (লেবু ও মৌসুমি টক ফল)
৭। খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, ডিমের কুসুম
৮। পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া যাবে না