গ্রীষ্ম, বর্ষা বা শীত- যে কোনো সময় মশার হাত থেকে বাঁচতে মানুষ অনেক ধরণের পন্থা অবলম্বন করেন। মশা দূরে রাখার বেশ কিছু উপকরণের মধ্যে একটি মসকিউটো রিপেলেন্ট। বাজারে এখন এসব পণ্যের ব্যাপক চাহিদা। চাহিদার সাথে সাথে পণ্যের কার্যকারিতা নিয়েও উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও 🦹দেখা যায় প্রতিযোগিতা। তবে এসব পন্য ব্যবহারে প্রয়োগ বিধি আগে থেকে জেনে নিতে হবে। চলুন জেনে নেই কীভাবে ব্যবহার করবেন-
- প্রথমত ত্বকে কোনও কাটা ছেড়া বা ক্ষত থাকলে সেখানে মসকিউটো রিপেলেন্ট ব্যবহার করবেন না।
- মুখ বা চোখের আশেপাশে এটি ব্যবহার থেকে দূরে থাকবেন।
- হাতের তালুতে ‘মসকিউটো রিপেলেন্ট’ প্রয়োগ করবেন না।
- ত্বকে কিংবা পোশাকে যেখানেই প্রয়োগ করা হোক না কেন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো কার্যকর থাকে। তাই নির্দিষ্ট সময় পর পুনরায় প্রয়োগ করতে হবে। তবে একবারে অতিরিক্ত পরিমাণে লাগানো উচিত নয়।