• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ২১ ভাদ্র ১৪৩১, ৩০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বন্যা অ্যালার্ট, হাতে হাত রেখে মোকাবিলার আহ্বান আসিফের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৫:০৬ পিএম
বন্যা অ্যালার্ট, হাতে হাত রেখে মোকাবিলার আহ্বান আসিফের
কণ্ঠশিল্পী আসিফ আকবর। ছবি ফেসবুক থেকে

বরিশাল, ফেনী, নোয়াখাল🥂ী, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জেলায় বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ।&nb༺sp;

এমন পরিস্থিতিতে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ 🌃আকবর বন্যা অ্যালার্ট দিয়ে 𓆉হাতে হাত রেখে বন্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

ব𓆏ুধবার (২১ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবিলা করব, ইনশাআল্লাহ।

ভক্ত-অনুরাগীরা আসিফের এꦜই পোস্টে নানান মন্তব্য করেছেন।

শেখ মা🍃মুন নামে একজন লিখেছেন, ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হোক সর্বসময়ে🍃 আমাদের।

আহাদ সোহাইল লিখেছেন, আল্লাহ বাঁচাবে নিশ্চয়, লাভ ইউ বড় ভাইয়া♎।

মনির খান লিখেছেন, ইনশাআল্লাহ। এই দেশ আমাদের।

মোহাম্মদ 𒉰সাহাবুদ্দিন শিহাব নামে আরেকজন লিখেছেন, আল্লাহতায়ালা এই ষড়যন্ত্রের💞 বন্যা থেকে আমাদেরকে রক্ষা করুক। সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, ইনশাআল্লাহ।

দেশের যে কোন পরিস্থিতিতে সরব থাকেন সংগীত শিল্পী আসিফ আকবর।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সেখানেও সরব উপস্থিতি ছিল তার।
 

Link copied!