‘বেলী’ কিংবা ‘মায়াশালি🐻ক’ নামেই দর্শকমহলে এখন বেশি পরিচিত সাদিয়া আয়মান। অল্প🌸 সময়ের ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দারুণ দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন তরুণ এই অভিনেত্রী।
নাটকে সাদিয়া আয়মানকে জুটি বেঁধে সব🗹চেয়ে বেশি অভিনয় করতে𒊎 দেখা গেছে অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে। তবে ক্যামেরার পেছনেও তাদের রসায়ন নিয়ে রয়েছে জোর গুঞ্জন। তাদের মধ্যে প্রেম হয়েছে, এমন কথা ভাসছে শোবিজের হাওয়ায়।
এবার গুঞ্জনের বিষেয়ে মুখ খললেন মূকাভিনেতা থেকে ছোটপর্দার প্রিয় মুখ খা𝓀য়রুল বাসার। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের গুঞ্জনের বিষ♐য়ে মুখ খুলেছেন তিনি।
অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, প্রেমের বি💟ষয়টি গুজব। খায়রুল বাসার বলেন, ‘সাদিয়ার ও আমার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সেখান থেকেই এ চিন্তাগুলো আসে। আলোচনাটা কিন্তু সুন্দর, খারাপ কিছু না। আমি উপভোগ করি। এ বিষয়ে অনেকবার কথা বলেছি। নতুন করে কিছু বলার নেই। গুঞ্জন তো গুঞ্জনই। এ ধরনের কথা আমিও শুনি।’
অভ🃏িনেত্রী সাদিয়ার সঙ্গে একাধিক নাটকে কাজ করেছেন খায়রুল বাসার। নাটকে বারবার জুটি বাঁধার প্রশ্নে অভিনেতা বলেন, অভিনয়শিল্পী নির্বাচন করেন নির্মাতারা। কাজটা কার সঙ্গে করছি তা✨ আমার হাতে নেই।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যুতেও কথা বলেন খায়রুল বাসার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলেছেন তিনি। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে🐈ও ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে গেছেন এই অভিনেতা।
কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে 🐻ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় যখন বেশিরভাগ শিল্পী ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতি অবলম্বন করেছেন, সে সময় ফেসবুকে সরব ছিলেন সাদিয়া আয়মান।