• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোনালদো বিক্রির জন্য নয়: ম্যানইউ কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২২, ০৯:২১ পিএম
রোনালদো বিক্রির জন্য নয়: ম্যানইউ কোচ
ছবি সংগৃহীত

চলতি মাসের শুরু থেকেই দলবদলের মৌসুম শুরু হয়েছে। প্রথম দিন থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার জোর গুঞ্জন 🐲চলছে। লিগে ষষ্ঠ স্🦩থান নিয়ে মৌসুম শেষ করা ম্যানইউ নতুন মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না। তাই চুক্তির এক বছর থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগ খেলা কোনো ক্লাবে যেতে চান পর্তুগিজ এই সুপারস্টার।

এতদিন রোনালদোর ক্লাব ছাড়ার বিষয়ে আয়াক্স থেকে ইউনাইটেডের ডাগআউটে আসা নতুন কোচ এরিক টেন হাগ মুখ খুলছিলেন না। অবশেষে এই বিষয়ে ꦚতিনি স্পষ্টত জানিয়ে দিলেন, ‘‘রোনালদোকে বিক্রি কর⛦বেন না তারা। ক্লাবের সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে রোনালদোর। তিনি সেই মেয়াদ পূরণ করেই নতুন কিছু ভাববেন বলে আশা করছি।’’

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, রোনালদো নিজেই ক্লাবকে ভালো প্র⛄স্তাব পেলে বিক্রি করে দিতে বলেছিলেন। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে খেলার ইচ্ছের কথাও জানিয়েছিলেন। তবে টেন হাগ বলেছেন, ‘সে আমাকে এমন কিছু বলেনি। তবে আমিও পড়েছি। নিশ্চিতভাবেই রোনালদো বিক্রির জন্য নয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা একসঙ্গে সাফল্যের খোঁজ করবো। আমরা এবারের মৌসুমের জন্য রোনালদোকে সঙ্গে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। এটিই শেষ কথা। এই আলোচনা শুরুর আগেই তার সঙ্গে আমার কথা হয়েছে। দারুণ আলাℱপ 𒈔ছিল সেটি।’

অবশ্য কোচ এ কথা বললেও, পারিপার্শ্বিক সব ঘটনা আবার ভিন্ন কিছুরই ইঙ্গিত দেয়। কেননা এখ🐽ন পর্যন্ত ইউনাইটেডের প্রাক মৌসুম প্রস্তুতিতে যোগ দেননি রোনালদো। এমনকি পারিবারিক কারণ দেখিয়ে তিনি ক্লাবের 🧔সঙ্গে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেও যাবেন না।

তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত রোনালদো যদি ইউনাইটেডেই থেকে যান। তাহলে নতুন মৌসুমে হয়তো ক্যাপ্টেনের আর্মব্যান্ড হাতে তাকেই দেꦓখা যাবে। কেন🔯না সাম্প্রতিক সময়ে ইউনাইটেডের অধিনায়ক হ্যারি মাগুয়েরের পারফরম্যান্স সন্তোষজনক নয়।

দলের কোচ টেন হাগের ভাবনা অবশ্য ভিন্ন। তিনি অধিনায়ক হিসেবে অন্য কাউকে দেখছেন না, ‘হ্যারি মাগুয়ের আমাদের অধিনায়ক। সে এ🐼কজন প্রতিষ্ঠিত অধিনায়ক। মাগুয়ের অনেক সাফল্য অর্জন করেছে। তাই তার নেতৃত্ব নিয়ে আমার কোনো সংশয় ন𝓰েই।’

Link copied!