• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইপিএল ২০২২

মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস মাঠে নামছে আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০২:৪৭ পিএম
মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস মাঠে নামছে আজ
ছবি- সংগৃহীত

ক্রিকেট বিশ্বের সবচেয়ে 🥂অভিজাত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হয়েছে গতকাল শনিবার (২৬ মার্চ)। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের শুরুটা হচ্ছে একদিন পিছিয়ে। কারণ, আজ আইপিএল মাতাতে মাঠে নামছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

দিল্লি ক্যাপিটালসের হয়ে হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ। নিলামে ত⛦াকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভেড়ায় ফ্রাঞ্চাইজিটি। এর আগে রাজস্থান রয়েলস, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলার অভিজꦯ্ঞতা রয়েছে ২৬ বছর বয়সী বাহাতি এই পেসারের। 

আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসান এবার নেই। নিলামে তাকে কোনো ফ্রাঞ্চাইজি নিতে আগ্রহ জানায়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালে পেসার তাসকিন আহমেদ নবাগত লখনৌ সুপার জায়ান্টসের প্রস্তাব পেলেও 💖বিসিবির ছাড়পত্র না থাকায় সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।  ফলে কোটি টাকার এই আসরে এবার বাংলাদেশের হয়ে মোস্তাফিজই সবেধন নীলমণি।

রোববার (২৭ মার্চ) মুম্বাইয়ের ব্রাব্রোর্ন স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নাম🌞বে দিল্লি ক্যাপিটালস। সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের চোখ থাকবে মোস্তাফিজের༒ ওপর।

তব﷽ে আজ দিল্লির প্রথম ম্যাচে মোস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি। কেননা দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে আইপিএলে যোগ দেয়া মোস্তাফিজ তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন। ফলে আগামী🍰 ২ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামার সম্ভাবনা এ কাটার মাস্টারের।

উল্লেখ্য, আইপিএলে ৩৮ ম্যাচের ক্যারিয়ারে ৩৮ উไইকেট নেওয়🐲া ফিজ এ পর্যন্ত মোট বল করেছেন ৮৫৮টি। যার মধ্যে ৩১৮টি বলে ব্যাটসম্যান রান নিতে পারেননি। অর্থাৎ, আসটিতে তার মোট বলের ৩৭.০৬ শতাংশ ডট। ২০১৬ সালে একমাত্র বিদেশি হিসেবে ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার জয় করার খেতাব অর্জন করেন ফিজ। 

Link copied!