• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিস্ফোরক মন্তব্য করে বিপাকে টাইগার পেসার


ফারজানা ববি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০২:৪৯ পিএম
বিস্ফোরক মন্তব্য করে বিপাকে টাইগার পেসার
ছবি সংগৃহীত

সবশেষ ঘরের মাঠে সিরিজে বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহী বেশ চমৎকার খেলেছিলেন। প্রত্যাশা ছিল, নিজেদের মাটিতে শ্রীলঙ্কা দলে ডাক পাবেন। কিন্তু লঙ্কানদের বিপক্ষে ১৬ সদস্যের দলে ডাক পাননি🍸 তিনি। স্বাভাবিকভাবেই গণমাধ্য✱মে কথা বলার সময় হতাশা প্রকাশ করেন ২৮ বছর বয়েসী এই তরুণ।

নিজের বক্তব্য নিয়েই এবার আতঙ্কে আছেন রাহী। এমনকি জাতীয় দলে ক্যারিয়ার শেষ হতে পারে এমন আশঙ্কাও ক🌠রছেন তিনি। গণমাধ্যমে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে রাহী বলেছিলেন, তার জাতীয় দলে জায়গা পেতে কোনো লবিং🧜 নেই।

তার এই উদ্বৃতি দিয়ে সংবাদ প্রকাশ করায় আতঙ্কে আছেন রাহী। তিনি বলেন, "আমি তো কথাটা এভাবে বলিনি। আমাকে প্রশ্ন করা হয়েছে জাতীয় দলে জায়গা পেতে লবিং লাগে কী না। আমি বলেছি আমার কোনো লবিং টবিং নেই। এভাবে নিউজ করলে বিসিবি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেবে। আমি কী 𓆏উত্তর দেবো? জাতীয় দলে আমার ক্যারিয়ারই শেষ। আমার আসলে কথা বলাই উচিত হয়নি।"

দুই ম্যাচের টেস্ট সিরিজ𒊎 খেলতে আগাম♋ী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। ১৫ মে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে, ঢাকার মিরপুরে।

Link copied!