• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইপিএল ২০২২

পন্টিংয়ের ঐতিহ্যের ছোঁয়ায় উচ্ছ্বসিত মোস্তাফিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২, ০৬:০৪ পিএম
পন্টিংয়ের ঐতিহ্যের ছোঁয়ায় উচ্ছ্বসিত মোস্তাফিজ
ছবি সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খে🐻লছেন বাংলাদেশি পেস বোলার মোস্তাফিজুর রহমান। দিল্লির পরাজয়ের দিনে ফিজ তার অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি বল হাতে তিন উইকেট নিয়েও। দল জিতলে হয়ত ম্যাচসেরার পুরষ্কার নিজের করে নিতে পারতেন এই কাটার মাষ্টার। তবে মোস্তাফিজকে ঠিকই নিজের প্রাপ্তির মূল্যায়ন করেছিলেন দিল্লির ফ্রাঞ্চাইজি।

দিল্লি ক্যাপিটালসের হে꧂ড কোচ ও সা𓆉বেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের একটা প্রথা রয়েছে। প্রতিটি ম্যাচ শেষেই দলের সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে একটি ‘পিন’ উপহার দেন তিনি। দিল্লির হয়ে অভিষেক ম্যাচেই কিংবদন্তি এই অজি ক্রিকেটারের কাছ এমন ঐতিহ্যের ছোঁয়া পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি বাঁহাতি এই পেসার।

এ প্রসঙ্গে মোস্তাফিজ বলেন, ‘‘এটা প্রত্যেক খဣেলোয়াড়ের জဣন্য প্রেরণাদায়ক। দল হারুক বা জিতুক আপনি ভালো পারফরম্যান্স করলে ড্রেসিং রুমে সম্মান পাবেন, সবাই এগিয়ে দেবে, এটা দারুণ ব্যাপার। আমার মনে হয়, এটা আমাদের কোচের খুবই ভালো একটা প্রথা।’’

অভিষেকের পর পরের দুই ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজ। কিন্তু আঁটোসাঁটো বোলিংয়ে মাধ্যমে ছন্দে রেখেছেন নিজেকে। চেষ্টায় কোনো কমতি রাখছেন না। কলকাতার বিপক্ষে ৪৪ রানে জয়ের পর এই পেসার বলেন, ‘এখন পর্যন্ত আমরা দুটি জিতেছি ও দুটি হেরেছি। এটা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। ব্যাটিং বলেন কিংবা বোলিং, আমাদের দলে ভালো খেলোয়াড়রা আছে। ভালোর তো কোনো🌳 শে🎐ষ নেই। আমি খেলতে নামলে সব সময় চেষ্টা করি মাঠে আমার সেরাটা দেওয়ার।’

আইপিএলে দিল্লির আগে তিন ফ্রাঞ্চাইজি🦄র হয়ে খেলার অভিজ্ঞতা ছিল মোস্তাফিজের। তাই এবারের পঞ্চম মেগা নিলামে মোস্তাফিজকে ভিত্তিমূল্য ২ কোটি রুপি🦋তেই কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে তাই দলের বেশির ভাগ সদস্যই তার চেনা। আর ডেভিড ওয়ার্নারের সঙ্গে তো সানরাইজার্স হায়দ্রাবাদেই দুই মৌসুম খেলে শিরোপার ছোঁয়াও পেয়েছেন ।

সে প্রসঙ্গে কাটার মাস্টার বলেন, ‘‘আমি এই দলেꦯর অনেকের সঙ্গে আগেও কমবেশি খেলেছি। কারো সঙ্গে আবার, কারো বিপক্ষে। গত মৌসুমে ജচেতন সাকারিয়া সঙ্গে ছিলাম। ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই মৌসুম একই দলে ছিলাম।’’

উল্লেখ্য, আইপিএলে আগামী শনিবার (১৬ এপ𝕴্রিল) মোস্তাফিজদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালু꧋রু।

Link copied!