• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নেইমারকে ছাড়তে নারাজ পিএসজির নতুন কোচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২২, ০৬:৫০ পিএম
নেইমারকে ছাড়তে নারাজ পিএসজির নতুন কোচ
ফাইল ছবি

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্যর্থতার জেরে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচিং প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর্জ▨েন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনোকে। সেদিনই ক্লাবটি নতুন কোচ হিসেবে ফ্রেঞ্চ ক্লাব নিসের সাবে꧅ক কোচ ক্রিস্টোফে গাল্টিয়েরকে নিয়োগ দিয়েছে। দায়িত্ব বুঝে পেয়েই পিএসজিকে পরিষ্কার জানিয়ে দিলেন, ব্রাজিলিয়ান নেইমারকে তার দলে চাই।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন পাউন্ডে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। কিন্তু দলকে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে পারেননি তিনি। যার কারণে পিএসজিও তাকে ভাল দাম পেলে ছেড়ে দেওয়ার কথা জ🐎ানিয়েছিল।  

এদিকে গুঞ্জন ছড়িয়েছে, নেইমারও পিএসজি ছাড়ার কথা ভাবছেন। এরই মধ্যে ইউর🌠োপিয়ান লিগে খেলে এমন বেশ কয়েকটি ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে বিশ্💙বমানের এই খেলোয়াড়কে কিছুতেই ছাড়তে রাজি নন গাল্টিয়ের।

পিএসজি কোচ বলেন, ‘সে (নেইমার) একজন বিশ্বমানের খেলোয়াড়। কোন কোচ দলে এমন খেলোয়াড়কে না চাইবে? অবশ্যই আমাদের দলে ভারসাম্য আনতে হবে। তবে আমি পরিষ্কার করে বলতেꦏ চাই, তাকে দলে লাগবে এবং আমি নিশ্চিত সে আমাদের সঙ্গে থাকবে। কেননা আমরা সেরাদেরই চাই।’

গত মৌসুমে পিএসজি ছাড়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন কিলিয়ান এমবাপেও। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি ছিল সময়ের ব্যাপার🔯। তবে শেষ মুহূর্তে লা লিগার ক্লাবকে ‘না’ বলে দেন ফরাসি ফরোয়ার্ড।

এমবাপেকে🐻 নিয়ে গাল্টিয়ের বলেন, ‘ফরাসি একজন কোচ হিসেবে আমি খুশি যে, সে পিএসজিতে থাকছে। এটা আমাদের ফুটবল এবং ক্লাবের জন্যই ভালো।’

তিনি আরও যো♕গ করেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা, তবে আমরা সব দায়িত্ব তার ওপর দিয়ে রাখতে পারি না। অন্য খেলোয়াড়রাও আছে। যদি আমরা দল হিসেবে খেলতে পারি, তবে দারুণ একটি মৌসুম কাটাতে পারব।’

Link copied!