• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন কোচের প্রস্তুতি সন্তুষ্ট সালাউদ্দীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৭:৩৩ পিএম
নতুন কোচের প্রস্তুতি সন্তুষ্ট সালাউদ্দীন

🔜দক্ষিণ এশিয়ার ফুটবলে বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ১ অক্টোবর। এজন্য নিজেদের ঝালিয়ে নিতে ২৬ সদস্যের দল অনুশীলন করছে। জাতীয় দলের এই অনুশীলন দেখতে এসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন। 

জেমি ডে'কে বাদ দিয়ে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব বসুন্ধরার কোচ অস্কার ব্রোজনকে দিয়েছে বাফুফে। টুর্নামেন্ট সামনে রেখে দলের ট্রেনিং দেখে সন্তুষ্ট বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন। 

সভাপতি বলেন, "প্রস্তুতি প্রস্তুতির মতোই হচ্ছে। এমন প্রস্তুতিই আশা করেছিলাম। আসলে কোচের সঙ্গে ৩-৪টা মিটিং হয়েছে। ওর টার্মস অ্যান্ড কন্ডিশন-এগুলো নিয়ে। এরপর কোচকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কোন কৌশলে দলকে খেলাতে চাও। বলেছিলাম, দেখ খেলো♈য়াড় 🌄ও কোচ হিসেবে আমার তো কিছু অভিজ্ঞতা আছে।" 

খেলার🍰 কৌশল নিয়ে কোচের সঙ্গে আলোচনা হয়েছে সভাপতির। বলেন, "ট্যাকটিক্যাল দৃষ্টিকোণ থেকে আমরা যে বিষয়গুলো আলাপ করেছিলাম, তার আর আমার বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রেই মিলে। একটা-দুটি জায়গা এদিক-ওদিক ছিল। আমার বিষয়গুলো ওকে বোঝালাম, বুঝল। সেও কিছু বিষয় আমাকে বোঝাল। ট্রেনিং ও খেলার কৌশলের দিক থেকে আমাদের মত একই রকম।”

২৬ সদস্যের দলে বেশীর ভাগই হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স বসুন্ধরা কিংসের। ফলে তাদের ভালো করেই জানেন কোচ। এ বিষয়ে সালাউদ্দীন বলেন, “একটা টুর্নামেন্টের জন্য ব্রুসনকে নেওয়া হয়েছে। কিংসের কাছ থেকে ౠসাফ চ্যাম্পিয়নশিপের জন্য তাকে ধার নেওয়া হয়েছে। ব্রুসনের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সে এই দলটাকে নিজের ভাবে। যেদিন ওর সঙ্গে আমাদের এই দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে, সেদিন থেকেই সে কাজে নেমে পড়েছে। আমার মনে হয় না, এরপর আর এগুলো নিয়ে কোচের সঙ্গে আমার কোনো কথা হবে। চার দিন কথা হয়েছে, এখন সে দল নিয়ে আছে। অতীতে যেটা আমি অন্য কোচদের মধ্যে পাইনি, যারা দলকে নিজের ভাবে।”

সভাপতির ইচ্ছা বাংলাদেশ দল এবার ভালো করবে আর তার স্বপ্ন পূরণ করবে। বাফুফে সভাপতি জানান, “আমি আশ𒈔াবাদী দলটা এবার ভালো করবে। অনেক যুদ্ধ-টুদ্ধ করে এই কোচকে এ꧑নেছি। দ্বিতীয় কথা, স্বপ্ন তো স্বপ্নই (দলের হাতে শিরোপা তুলে দেওয়া)। যখন হবে, তখন তো হবেই। আগে কি হয়েছিল, সেটা জানি না, রেজাল্ট যা হওয়ার, তাই হবে কিন্তু আমি মনে করি, কোচ বদল করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করেছি, এই পরিবর্তন দরকার ছিল।”

Link copied!