• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দলে টেকনিক্যালি নিখুঁত ব্যাটার খুব বেশি নেই : সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২২, ০৯:৩৫ এএম
দলে টেকনিক্যালি নিখুঁত ব্যাটার খুব বেশি নেই : সাকিব

অ্যান্টিগায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ সহজেই জিতে নিয়েছে। তৃতী꧟য় দফায় নেতৃত্ব পাওয়া সাকিব আল হাসানের প্রথম সফরের শুরুটা রঙিন হলো না। ৭ উইকেটে হেরেছে বাং♔লাদেশ।

বাংলাদেশের দুই ইনিংসেই ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ দেখা গেছে। প্রথম ম্যಞাচে কেবল সাকিবই ছিলেন ধারাবাহিক। দুই ইনিংসে হাফসেঞ্চুরির মাধ্যমে দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন। দ্বিতীয় ইনিংসে নুরুল হাসা🐓নকে সঙ্গে নিয়ে লম্বা পার্টনারশিপ না খেললে উইন্ডিজদের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারারও আশঙ্কা ছিল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ব্যাটিং ব্যর্থতার কথা অকপটে জানালেন সাকিব। সে থেকে উত🧔্তরণের জন্য আলাদাভাবে সবাইকে ভাবার কথাও বললেন।

সাকিব বলেন, “বাংলাদেশ দলে টেকনিক্যালি নিখুঁত ব্যাটার খুব বেশি নেই। সবারই অনেক টেকনিক্যাল সমস্যা আছে। কিন্তু তাদেরই উপায় বের করতে হবে কীভাবে ক্রিজে থাকতে হবে, কীভাবে রান করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যার যার ব্যক্তিগত পর্যায় থেকেই আসতে হবে। প্রত্যেককেই নিজের দায়িত্ব নিজে নিতে হবꦰে। কীভাবে সে রানে ফিরবে তার কৌশল তাকেই খুঁজে বের করতে হবে।”

Link copied!